Arvind Kejriwal: হাতে ‘পোক্ত’ প্রমাণ, দুর্নীতি মামলায় কেন মুখ্য়মন্ত্রী কেজরীবালকে ডাকল CBI?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 15, 2023 | 7:31 AM

Delhi Excise Policy Scam: সম্প্রতিই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। সেই চার্জশিটেই দাবি করা হয়েছে, আবগারি দুর্নীতি মামলার অন্য়তম অভিযুক্ত মদ ব্যবসায়ী সমীর মাহেন্দ্রুর সঙ্গে কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

Arvind Kejriwal: হাতে পোক্ত প্রমাণ, দুর্নীতি মামলায় কেন মুখ্য়মন্ত্রী কেজরীবালকে ডাকল CBI?
কেন কেজরীবালকে ডাকল সিবিআই?

Follow Us

নয়া দিল্লি: আবগারি নীতি দুর্নীতি ( Delhi Excise Policy Scam) নিয়ে চরম অস্বস্তিতে আম আদমি পার্টি। দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেলে গিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। এবার তলব করা হল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালকেও (Arvind Kejriwal)। শুক্রবারই সিবিআইয়ের তরফে অরবিন্দ কেজরীবালকে সমন পাঠানো হয়। আগামী ১৬ এপ্রিল তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। মুখ্য়মন্ত্রীকে সমন পাঠানোর পরই আম আদমি পার্টি (Aam Aadmi Party) রাজনৈতিক স্বার্থপূরণের জন্য কেজরীবালকে নিশানা করা হয়েছে বলে দাবি করলেও, সিবিআই(CBI)-র দাবি, যথাযথ প্রমাণের ভিত্তিতেই দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।  

দিল্লির আবগারি নীতি দুর্নীতি মামলায় একযোগে তদন্ত করছে ইডি ও সিবিআই। সম্প্রতিই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। সেই চার্জশিটেই দাবি করা হয়েছে, আবগারি দুর্নীতি মামলার অন্য়তম অভিযুক্ত মদ ব্যবসায়ী সমীর মাহেন্দ্রুর সঙ্গে কথা বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ‘ফেস টাইমে’ তাঁদের কথা হয় এবং কেজরীবাল ওই ব্যবসায়ীকে আম আদমি পার্টির ইনচার্জ বিজয় নায়ারের উপরে ভরসা রাখতে বলেন।

ইডির তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে দুইবার যখন সমীর মহেন্দ্রুকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তিনি জানিয়েছিলেন. আপ নেতা বিজয় নায়ার অরবিন্দ কেজরীবালের সঙ্গে তাঁর বৈঠকের দিনক্ষণ ঠিক করে দিয়েছিলেন, কিন্তু কোনও কারণে সেই বৈঠক হয়নি। এরপরেই বিজয় নায়ার ফেস টাইমে কেজরীবালের সঙ্গে সমীরের কথা বলার ব্য়বস্থা করে দেন।

দিল্লির আবগারি নীতি নিয়ে যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, তার অন্যতম চক্রী হিসাবেই সমীর মাহেন্দ্রু ও বিজয় নায়ারের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা দুইজন একাধিক মদ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করেছিলেন। অন্যদিকে, ইডির দাবি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল নিজেও অন্ধ্র প্রদেশের এক সাংসদের সঙ্গে দেখা করেছিলেন মদ ব্য়বসার লাইসেন্স নিয়ে আলোচনার জন্য। ইডির চার্জশিটে উল্লেখিত এই সমস্ত দাবির ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য রবিবার, ১৬ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে তলব করেছে সিবিআই।

Next Article
Tihar Jail: তিহাড় জেলের ভিতরেই বন্দিদের ‘গ্যাং ওয়ার’! কুপিয়ে খুন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সঙ্গীকে
Mehul Choksi: অ্যান্টিগুয়ার আদালতে বড় জয় মেহুল চোকসির, ১৩ হাজার কোটি টাকার প্রতারণা করেও কি পার পেয়ে গেলেন?