নয়া দিল্লি: সদ্য শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শুরুতেই প্রশ্ন হোয়াটসঅ্যাপে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আর এবার পরীক্ষা শুরু হওয়ার আগেই একই অভিযোগ উঠল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র ক্ষেত্রে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার আগেই প্রশ্ন ফাঁস হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। তবে বোর্ড সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। পড়ুয়ারা যাতে এমন খবরে বিভ্রান্ত না হয়ে পড়ে সেই বার্তাই দেওয়া হয়েছে বোর্ডের তরফে। বলা হয়েছে, সুষ্ঠভাবে পরীক্ষা নেওয়ার বন্দোবস্তই করা হয়েছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত চলবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা আর দশম শ্রেণির পরীক্ষা চলবে ১৫ ফেব্রুয়ারি ১৩ মার্চ পর্যন্ত। তার আগেই ফেসবুক, টেলিগ্রামের মতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেই খবরে পড়ুয়াদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই।
এরপরই সিবিএসই-র তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, অনেকেই কিছু ভুয়ো লিঙ্ক ছড়িয়ে দাবি করছে যে সেটায় ক্লিক করলে নমুনা প্রশ্নপত্র পাওয়া যাবে। এমনকী প্রশ্নপত্রের ভুয়ো ছবিও প্রকাশ্যে এসেছে। এমনকী প্রশ্নপত্রের বদলে টাকা চাওয়া হচ্ছে, এমন অভিযোগের কথাও উল্লেখ করেছে বোর্ড। তার জেরেই বিভ্রান্তি ছড়াচ্ছে।
বোর্ডের তরফে অভিভাবকদের উদ্দেশে বলা হয়েছে, সব বিভ্রান্তি সরিয়ে রেখে পড়ুয়ারা যাতে পরীক্ষা বসতে পারে, সেদিকে নজর রাখতে হবে। পরীক্ষা চলাকালীন যাতে কোনও প্রশ্নপত্র বাইরে না বেরোয়, সেদিকেও নজর রাখছে বোর্ড।