হায়দরাবাদ: বাবার সঙ্গে সুপারমার্কেটে গিয়েছিল চার বছরের মেয়েটি। বাবা যখন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত, চকোলেট নেবে বলে সেখানকার একটি রেফ্রিজারেটর খুলতে গিয়েছিল মেয়েটি। চকোলেট পায়নি সে। বরং, সুপারমার্কেটের রেফ্রিজারেটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়, তেলঙ্গনার নিজামবাদ জেলার নন্দীপেটে। সুপারমার্কেটের ভিতরে থাকা এক সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই হৃদয় বিদারক ঘটনা।
সূত্রের খবর, মৃত শিশুটির নাম রুশিতা। রবিবার সন্ধ্যায়, বাবা রাজশেখরের সঙ্গে নাভিপেটের বাড়ি থেকে সে এসেছিল নন্দীপেটের এন সুপার মার্কেটে। বাড়ির জন্য কিছু মুদি দোকানের সামগ্রী কেনার প্রয়োজন ছিল। তার বাবা যখন সুপারমার্কেটে অন্যান্য জিনিস কিনছিলেন, সেই সময়ই পাশের এক রেফ্রিজারেটর থেকে চকোলেট বের করতে গিয়েছিল রুশিতা। সুপারমার্কেটের সিসিটিভির ফুটেজটি সোমবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
సూపర్ మార్కెట్లో చాక్లెట్ కోసం ఫ్రిడ్జ్ ఓపెన్ చేయబోతే షాక్ కొట్టి చిన్నారి మృతి
నిజామాబాద్ – నందిపేట్లోని నవీపేటకు చెందిన రాజశేఖర్ తన కూతురు రుషిత (4)తో కలిసి N సూపర్ మార్కెట్ వెళ్ళగా ఫ్రిడ్జ్ షాక్ కొట్టి చిన్నారి రుషిత ప్రాణాలు కోల్పోయింది.
చిన్నారి చాక్లెట్ కోసం ఫ్రిడ్జ్… pic.twitter.com/XAgbB8NdoO
— Telugu Scribe (@TeluguScribe) October 2, 2023
সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, শিশুকন্যাটি তার বাবার পাশেই দাঁড়িয়ে আছে। তার বাবা, বাঁদিকের এক রেফ্রিজারেটরে কিছু জিনিসপত্র খুঁজতে ব্যস্ত ছিলেন। সেই সময় ছোট্ট মেয়েটিকে তার ডান পাশের রেফ্রিজারেটরটি খোলার চেষ্টা করতে দেখা যায়। প্রথমে সে ফ্রিজের দরজাটা খুলতে পারেনি। কিন্তু, একবার দরজাটি খুলতেই, কয়েক সেকেন্ডের মধ্যে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ফ্রিজের হাতল ধরে থাকা অবস্থাতেই, বৈদ্যুতিন যন্ত্রটার সঙ্গে আটকে যায় তার দেহ। তার মাথা ঝুলে যায় পিছনের দিকে।
এদিকে, শিশুটি যে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, সেই বিষয়টি প্রথমে তার বাবা বুঝতেই পারেননি। পাশের ফ্রিজটি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করার পর, তাঁর নজর যায় মেয়ের দিকে। শিশুটিকে ওই অবস্থায় ফ্রিজের সঙ্গে আটে থাকতে দেখে, তিনি দ্রুত মেয়েকে কোলে তুলে নেন। তারপর, ছুটে বেরিয়ে যান সুপারমার্কেটের বাইরে। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় রুশিতার। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর কোনও সুযোগই পাননি। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্নের মুখে পড়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। সুপারমার্কেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে।