CCTV: পছন্দ হয়েছিল ফুলের টব, চুরি করতে সিডান গাড়ি চেপে এলাহি আয়োজন মহিলাদের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 15, 2023 | 6:47 PM

Theft Case Video: বাড়ির মূল ফটকের দু'পাশে সাজিয়ে রাখা ছিল দু'টি সুন্দর দেখতে ফুলের টব। ঝুপ করে দু'জন দু'টি ফুলের টব তুলে নিয়ে এক ছুটে গাড়িতে উঠে ধাঁ। মাঝরাতে এমনই এক চুরির ঘটনা ঘটেছে পঞ্জাবে। মোহালির সেক্টর ৭৮-এর ওই বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা বিষয়টি।

CCTV: পছন্দ হয়েছিল ফুলের টব, চুরি করতে সিডান গাড়ি চেপে এলাহি আয়োজন মহিলাদের
সিসিটিভি ফুটেজ
Image Credit source: Twitter

Follow Us

চণ্ডীগঢ়: প্রায় মধ্যরাত। চারিদিক নিঝুম। শুনশান রাস্তা। এরই মধ্যে বাড়ির সামনে এসে দাঁড়াল একটি সাদা রঙের সিডান গাড়ি। গাড়ি থেকে নামলেন দুই মহিলা। একজন সামনের সিট থেকে। অন্যজন পিছনের আসন থেকে। আশপাশে উঁকি-ঝুঁকি মারতে মারতে চুপি চুপি এগিয়ে এলেন বাড়ির দিকে। বাড়ির মূল ফটকের দু’পাশে সাজিয়ে রাখা ছিল দু’টি সুন্দর দেখতে ফুলের টব। ঝুপ করে দু’জন দু’টি ফুলের টব তুলে নিয়ে এক ছুটে গাড়িতে উঠে ধাঁ। মাঝরাতে এমনই এক চুরির ঘটনা ঘটেছে পঞ্জাবে। মোহালির সেক্টর ৭৮-এর ওই বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা বিষয়টি।

সিডান গাড়িতে চেপে এসে বাড়ির বাইরে রাখা ফুলের টব চুরি করার এই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সিডান গাড়ি হাঁকিয়ে এসে সামান্য ফুলের টব চুরি করার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। যেভাবে ফুলের টব চুরির জন্য গাড়ি ছুটিয়ে আসা হয়েছিল, তাকে মোহালির ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ বলে বিদ্রুপ করছেন অনেকে। কেউ আবার লিখছেন, ‘ছিচকে চোর’। আবার কেউ লিখেছেন, ‘এদের কাছে গাড়ি কেনার টাকা আছে, কিন্তু ফুলের টব কেনার টাকা নেই।’

উল্লেখ্য, প্রায় একই ধরনের একটি ঘটনা চলতি বছরের শুরুর দিকে দেখা গিয়েছিল দিল্লি-গুরুগ্রাম এক্সপ্রেসওয়েতে। দামী এসইউভি গাড়িতে চেপে এসে একটি শপিং মলের সামনে সাজিয়ে রাখা ফুলের টব চুরি করে পালাচ্ছিলেন দুই ব্যক্তি। সেই ঘটনাও ক্যামেরাবন্দি হয়েছিল। পরবর্তী সময়ে সেই ঘটনার তদন্তে পুলিশ বছর পঞ্চাশেরে এই প্রৌঢ়কে গ্রেফতার করেছিল ফুলের চব চুরির অভিযোগে।

 

Next Article