Deepfake Video: ডিপফেক ভিডিয়ো নিয়ে কড়া কেন্দ্র, Google-Facebook-YouTube-কে তলব

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Nov 21, 2023 | 1:22 PM

Deepfake Video: কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, আগামী ২৪ নভেম্বর ডিপফেক ভিডিয়ো নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্মের আধিকারিকদের বৈঠকে তলব করা হয়েছে। যার মধ্যে গুগল, ফেসবুক, ইউটিউব-এর মতো প্ল্যাটফর্মগুলিও রয়েছে।

Deepfake Video: ডিপফেক ভিডিয়ো নিয়ে কড়া কেন্দ্র, Google-Facebook-YouTube-কে তলব
ডিপফেক ভিডিয়ো নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র সাহায্যে একের পর এক ডিপফেক ভিডিয়োতে নাজেহাল সেলিব্রিটি থেকে রাজনীতিক। রেহাই পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁকে নিয়ে ডিপফেক ভিডিয়ো (Deepfake Video) করার খবরটি দিন চারেক আগে নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশও করেছিলেন। এই ধরনের ভিডিয়ো যে নেটিজেন থেকে সাধারণ মানুষের নিরাপত্তায় বিঘ্নিত করছে, তা বলার অপেক্ষা রাখে না। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। ডিপফেক ভিডিয়ো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক।

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানান, আগামী ২৪ নভেম্বর ডিপফেক ভিডিয়ো নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্মের আধিকারিকদের বৈঠকে তলব করা হয়েছে। যার মধ্যে গুগল, ফেসবুক, ইউটিউব-এর মতো প্ল্যাটফর্মগুলিও রয়েছে। ইতিমধ্যে এই প্ল্যাটফর্মগুলিকে ডিপফেক ভিডিয়ো নিয়ে সতর্কও করা হয়েছে। এই সমস্ত প্ল্যাটফর্মে থাকা সমস্ত ডিপফেক ভিডিয়ো অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি সরিয়ে দেওয়া না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তথ্য ও প্রযুক্তি আইনের অধীনে মামলাও করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রশ্মিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ, কাজল – গত কয়েক দিনে একের পর এক বলিউড অভিনেত্রী ডিপফেক ভিডিয়োর শিকার হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীকে নিয়েও ডিপফেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যায়। দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘দিওয়ালি মিলন’ উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রীও। সেখানেই তাঁকে নিয়ে ডিপফেক ভিডিয়ো করা হয়েছে। সেই ভিডিয়োর কথা প্রধানমন্ত্রী নিজেই জানিয়ে বলেন, “সম্প্রতি আমি একটি ভিডিয়ো দেখেছি যেখানে আমাকে গান হাইতে দেখা যাচ্ছে। যারা আমাকে পছন্দ করেন, তারা এই ভিডিয়োটি আমায় ফরোয়ার্ড করেছেন।” ডিপফেক ভিডিয়ো নিয়ে সরব হওয়ার পাশাপাশি দেশবাসীকে সতর্কও করেছেন তিনি।

Next Article