Child care leave: সন্তান দেখভালের জন্য ৭৩০ দিন ছুটি, কারা পাবেন?

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Aug 09, 2023 | 9:46 PM

Child care leave: ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ কেবল সন্তানের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত পাবেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মহিলা কর্মী ও সিঙ্গল পুরুষ অভিভাবক কর্মীরা। বিশেষভাবে সক্ষম সন্তানের ক্ষেত্রে অবশ্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।

Child care leave: সন্তান দেখভালের জন্য ৭৩০ দিন ছুটি, কারা পাবেন?
প্রতীকী ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: গর্ভবতী হওয়ার সময় থেকে সন্তান প্রসবের পর পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পান সরকারি মহিলা কর্মীরা। অনেক বেসরকারি সংস্থাতেও এই ছুটি দেওয়ার বিধি চালু রয়েছে। সরকারি সংস্থায় কর্মরত পুরুষেরা পিতৃত্বকালীন ছুটি পেলেও তার সংখ্যা খুবই কম। তবে এবার সরকারি কর্মীদের এই ছুটির মেয়াদ আরও বাড়ছে। সন্তান দেখভালের জন্য কেন্দ্রীয় সরকারের অফিসার পদাধিকারীরা এবার সর্বাধিক ৭৩০ দিন ‘চাইল্ড কেয়ার লিভ’ পাবেন। কেবল মহিলা নয়, পুরুষ কর্মীরাও সন্তান দেখভালের জন্য এই বিশেষ ছুটি (Child care leave) পাবে। বুধবার লোকসভায় বিজ্ঞপ্তি জারি করে এমনই জানাল কেন্দ্র। তবে সমস্ত পুরুষ কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য নয়। কেবল ‘সিঙ্গল পুরুষ অভিভাবকেরাই’ এই ছুটি পাবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)।

এদিন লোকসভায় এক প্রশ্নের জবাবে সন্তান দেখভালের জন্য মহিলা ও একক পুরুষ অভিভাবকদের জন্য বিশেষ ছুটি দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, “কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস নিয়ম, ১৯৭২-এর ৪৩-সি ধারার অধীনে কেন্দ্রীয় সরকারের অফিসার পদাধিকারী মহিলা কর্মী ও সিঙ্গল পুরুষ অভিভাবকেরা সর্বাধিক ৭৩০ দিন ‘চাইল্ড কেয়ার লিভ’ পাবেন। সন্তানের অসুস্থতা, পড়াশোনা-সহ সন্তানকে দেখভালের যে কোনও প্রয়োজনে এই ছুটি পাবেন তাঁরা। পুরো চাকরিজীবনের মধ্যে যে কোনও সময়ে এই ছুটি নেওয়া যাবে। এমনকি এক বছরের মধ্যেও ৬টি ধাপে এই ছুটি নেওয়া যেতে পারে।”

তবে ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ কেবল সন্তানের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত পাবেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মহিলা কর্মী ও সিঙ্গল পুরুষ অভিভাবক কর্মীরা। বিশেষভাবে সক্ষম সন্তানের ক্ষেত্রে অবশ্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।

প্রসঙ্গত, বর্তমানে সন্তানের পিতা হলে বা সন্তান দত্তক নিলে তার ৬ মাস বয়স পর্যন্ত পুরুষ কর্মীরা ছুটি নিতে পারেন। সবমিলিয়ে মাত্র ১৫ দিনের ছুটি মেলে। সেই ছুটি এবার একধাপে অনেকটা বাড়তে চলেছে। সম্প্রতি সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছিলেন, সন্তান দেখভালের জন্য মাতৃত্বকালীন ছুটি ১২ মাস এবং পিতৃত্বকালীন ছুটি একমাস দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাঁদের সরকার। সিকিম সরকারের এই সিদ্ধান্তের পরই কেন্দ্র চাইল্ড কেয়ার লিভ নিয়ে বড় পদক্ষেপ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বর্তমানে বিভিন্ন দেশেই শিশুদের দেখভালের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু রয়েছে। যেমন, স্পেনে ১৬ দিন, ফিনল্যান্ডে ৩ মাস পিতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য পিতৃত্বকালীন ছুটির জন্য বেতন দেয় না। তবে ব্রিটেন ৫০ সপ্তাহ ছুটি দেয়। আবার সিঙ্গাপুর ২ সপ্তাহ সবেতন পিতৃত্বকালীন ছুটি দেয় কর্মীদের।

Next Article