India govt’s Relief to Ukraine: ইউক্রেনের দুর্দশায় ‘দরদী’ ভারত, থরে থরে পাঠানো হল ত্রাণসামগ্রী, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 02, 2022 | 4:23 PM

India govt's Relief to Ukraine: কঠিন পরিস্থিতিতে ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। কেন্দ্রের তরফে তাঁবু, কম্বল, ঠাণ্ডা মোকাবিলায় প্রোটেকটিভ আইগিয়ার, জল ভরার ট্যাঙ্ক, স্লিপিং ম্যাট, সার্জিক্যাল গ্লাভস ও সোলার ল্যাম্প পাঠানো হচ্ছে।

Follow Us

সপ্তাহ পার করল রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। গত সপ্তাহের বৃহস্পতিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কথা ঘোষণা করেন। এরপর থেকেই ইউক্রেনের বিভিন্ন অংশে ক্রমাগত হামলা চালাচ্ছে রুশ বাসিন্দা। এরইমাঝে আটকে পড়েছেন প্রায় ২০ হাজার ভারতীয়। কেন্দ্রের তরফে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার চেষ্টা চালানো হচ্ছে। আগামী ৮ মার্চের মধ্যে ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ড ও হাঙ্গেরিতে মোট ৪৬টি উদ্ধারকারী বিমান পাঠানো হবে। তবে শুধু ভারতীয়দের উদ্ধারই নয়, ইউক্রেনের সাধারণ মানুষদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারত সরকার। রুশ সেনার লাগাতার গোলাগুলি বর্ষণে ঘরছাড়া হয়েছেন ইউক্রেনের লক্ষাধিক মানুষ। তাদের আশ্রয় হয়েছে শহরের বিভিন্ন প্রান্তের বম্ব শেল্টার, বাঙ্কারে। এই কঠিন পরিস্থিতিতে ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। কেন্দ্রের তরফে তাঁবু, কম্বল, ঠাণ্ডা মোকাবিলায় প্রোটেকটিভ আইগিয়ার, জল ভরার ট্যাঙ্ক, স্লিপিং ম্যাট, সার্জিক্যাল গ্লাভস ও সোলার ল্যাম্প পাঠানো হচ্ছে। এনডিআরএফের তরফে এই ত্রাণসামগ্রীগুলি আজ বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়।  দেখুন সেই ভিডিয়ো-

সপ্তাহ পার করল রাশিয়া-ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। গত সপ্তাহের বৃহস্পতিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কথা ঘোষণা করেন। এরপর থেকেই ইউক্রেনের বিভিন্ন অংশে ক্রমাগত হামলা চালাচ্ছে রুশ বাসিন্দা। এরইমাঝে আটকে পড়েছেন প্রায় ২০ হাজার ভারতীয়। কেন্দ্রের তরফে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে আনার চেষ্টা চালানো হচ্ছে। আগামী ৮ মার্চের মধ্যে ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ড ও হাঙ্গেরিতে মোট ৪৬টি উদ্ধারকারী বিমান পাঠানো হবে। তবে শুধু ভারতীয়দের উদ্ধারই নয়, ইউক্রেনের সাধারণ মানুষদের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারত সরকার। রুশ সেনার লাগাতার গোলাগুলি বর্ষণে ঘরছাড়া হয়েছেন ইউক্রেনের লক্ষাধিক মানুষ। তাদের আশ্রয় হয়েছে শহরের বিভিন্ন প্রান্তের বম্ব শেল্টার, বাঙ্কারে। এই কঠিন পরিস্থিতিতে ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। কেন্দ্রের তরফে তাঁবু, কম্বল, ঠাণ্ডা মোকাবিলায় প্রোটেকটিভ আইগিয়ার, জল ভরার ট্যাঙ্ক, স্লিপিং ম্যাট, সার্জিক্যাল গ্লাভস ও সোলার ল্যাম্প পাঠানো হচ্ছে। এনডিআরএফের তরফে এই ত্রাণসামগ্রীগুলি আজ বায়ুসেনার হাতে তুলে দেওয়া হয়।  দেখুন সেই ভিডিয়ো-

Next Article