Tourism: মানালি বা গোয়ার ভিড় ঠেলতে হবে না আর, খুলে যাচ্ছে ৪০টি অফবিট পর্যটন কেন্দ্রের দরজা

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 30, 2024 | 1:35 PM

Offbeat Tourist Place: ২৩টি রাজ্যের স্বল্প পরিচিত জায়গাকেই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, "এই প্রকল্প একদিকে যেমন পর্যটন বাড়াবে, তেমনই কর্মসংস্থানও তৈরি করবে।"

Tourism: মানালি বা গোয়ার ভিড় ঠেলতে হবে না আর, খুলে যাচ্ছে ৪০টি অফবিট পর্যটন কেন্দ্রের দরজা
প্রতীকী চিত্র।
Image Credit source: Pixabay

Follow Us

নয়া দিল্লি: ‘দিপুদা’ (দিঘা, পুরী, দার্জিলিং)-এ গিয়ে গিয়ে ক্লান্ত? ভিড় গিজগিজে সিমলা-মানালি বা গোয়াতেও যেতে চাইছেন না? চিন্তার কারণ নেই। আপনার সামনে খুলে যাচ্ছে ঘুরতে যাওয়ার একগুচ্ছ অফবিট পর্যটন কেন্দ্র। এই অফবিট পর্যটন কেন্দ্রগুলিকে জনপ্রিয় করার দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক।

পর্যটন মন্ত্রকের তরফে স্পেশাল অ্যাসিস্টেন্স টু স্টেটস/ইউনিয়ন টেরিটরিস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্কিমের অধীনে ৪০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে দেশের তুলনামূলক অপরিচিত জায়গাকেই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। এর জন্য সরকারের খরচ হবে ৩২৯৫.৭৬ কোটি টাকা।

২৩টি রাজ্যের স্বল্প পরিচিত জায়গাকেই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “এই প্রকল্প একদিকে যেমন পর্যটন বাড়াবে, তেমনই কর্মসংস্থানও তৈরি করবে। স্থানীয় অর্থনীতিরও উন্নতি হবে। এই প্রকল্পের লক্ষ্য হল দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মার্কেটে নতুন পর্যটন কেন্দ্র তৈরি হয়।”

নতুন আকর্ষণ হবে কোন কোন জায়গা?

জানা গিয়েছে, কেন্দ্রের তরফে মোট ৪০টি জায়গা বাছাই করা হয়েছে। এগুলি হল গোয়ায় ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম, মণিপুরে লোকতাক লেক, ভোপালে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ইত্যাদি। রাজ্য সরকারগুলিই এই প্রকল্প বাস্তবায়ন ও পরিকাঠামোর দেখভাল করবে।

ইতিমধ্যেই অর্থ মন্ত্রকের তরফে প্রথম কিস্তির ৬০ শতাংশ টাকা রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। আগামী ২ বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলিতে অতিরিক্ত ভিড় কমিয়ে, নতুন অফবিট জায়গাগুলিকেই তুলে ধরতে চায় কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে সাসটেইনেবল ট্যুরিজমের উপরেও জোর দিতে উদ্যোগী কেন্দ্র।

Next Article