India Census: কবে থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে জনগণনা? দিনক্ষণ ঘোষণা কেন্দ্রের
India Census: অন্য়দিকে, দ্বিতীয় পর্যায়ে ভৌগলিক, সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতি ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এই দেশের প্রতিটি মানুষের তথ্য জোগাড় করবে কেন্দ্র। আর জনগণনার এই পর্যায়ে সঙ্গী হবে জাতি প্রসঙ্গও।

নয়াদিল্লি: দুই ধাপে হবে জনগণনা। সোমবার সেই নিয়ে বিজ্ঞপ্তি দিল কেন্দ্র। জানিয়ে দিল দিনক্ষণ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট দু’টি পর্যায়ে চলবে জনগণনার কাজ।
যেখানে প্রথম পর্যায়ে, দেশের প্রতিটি পরিবার ভিত্তিক তথ্য জোগাড় করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আওতাধীন রেজিস্ট্রার জেনারেল এবং জনশুমারি কমিশন। দেশজুড়ে থাকা প্রতিটি পরিবারের আয়, তাদের মোট সম্পদ, আর্থিক অবস্থার তথ্য জোগাড় করবে এই দফতর। এরপর সেই ভিত্তিতে তৈরি হবে দেশের প্রথম ডিডিটাল আদমশুমারির তথ্য।
অন্য়দিকে, দ্বিতীয় পর্যায়ে ভৌগলিক, সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতি ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এই দেশের প্রতিটি মানুষের তথ্য জোগাড় করবে কেন্দ্র। আর জনগণনার এই পর্যায়ে সঙ্গী হবে জাতি প্রসঙ্গও। কিন্তু কবে থেকে ময়দানে নামবে জনশুমারি কর্মীরা। এই প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে, প্রথম পর্যায়ের জরিপ হবে ২০২৬ সালে অক্টোবর মাস থেকে। দ্বিতীয় পর্যায়ের জরিপ শুরু হবে ২০২৭ সালের পয়লা মার্চ থেকে।
প্রসঙ্গত, সরকারি নীতি অনুযায়ী, ১০ বছরে অন্তর জনগণনা হয়। তবে দেশে শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। এরপর হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু করোনা পর্বের কারণে তা পিছিয়ে যায়। এই করোনা পরবর্তী সময়কালে আবার সংসদে দু’টি বিল পেশ করানো হয় সংসদে। একটি মহিলা সংরক্ষণ বিল। অন্যটি আসন পুনর্বিন্যাস বিল। প্রথমটি পাশ হলেও, এখনও ঝুলে রয়েছে দ্বিতীয় বিলটি। আর দু’টি বিলকে দেশে কার্যকর করতে প্রয়োজন জনগণনা। সেই কথা মাথায় রেখেই গোটা পর্বটাকে খানিক পিছিয়ে দেয় কেন্দ্রীয় সরকার।





