নয়াদিল্লি: কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। সাতটি বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। কৃষিক্ষেত্রে সাতটি প্রকল্পে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর মধ্যে ডিজিটাল কৃষি মিশন এবং কৃষি বিজ্ঞানের জন্য প্রকল্পও রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “কৃষকদের আয় ও জীবনযাত্রার মান বাড়তে ক্যাবিনেট বৈঠকে সাতটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম হল ডিজিটাল এগ্রিকালচার মিশন। কৃষিক্ষেত্রে ডিজিটাল পাবলিক পরিকাঠামোর উন্নয়ন হবে। কয়েকটি পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে। তাতে সফলতাও পাওয়া গিয়েছে। তার উপর ভিত্তি করেই ডিজিটাল কৃষি মিশনে ২ হাজার ৮১৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”
আর কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, খাদ্য ও পুষ্টি সুনিশ্চিত করতে পদক্ষেপ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে শস্য উৎপাদন করা যায়, তা নিয়ে বিজ্ঞানীদের কাছ থেকে সাহায্য নেওয়া হচ্ছে। ২০৪৭ সালের মধ্যে দেশের কৃষকদের এই নিয়ে প্রস্তুত করা হবে। আর এই শস্য বিজ্ঞানের জন্য ৩ হাজার ৯৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
উদ্যানপালনের উন্নয়ন প্রকল্পের জন্য ৮৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রকে আরও শক্তিশালী করতে ১ হাজার ২০২ কোটি টাকা খরচ করা হবে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)