AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UDAN Scheme: সস্তায় বিমানে চড়ার স্বপ্ন পূরণ, বড় পদক্ষেপ কেন্দ্রের

UDAN Scheme Extension: এই প্রকল্পের অধীনে বর্তমানে দেশে ৭১টি বিমানবন্দর, ১৩টি হেলিপোর্ট, ২টি ওয়াটার অ্যারোড্রোমে মোট ৬০১টি রুট চালু রয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন আঞ্চলিক ভ্রমণে সুবিধা হয়েছে, তেমনই কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে।

UDAN Scheme: সস্তায় বিমানে চড়ার স্বপ্ন পূরণ, বড় পদক্ষেপ কেন্দ্রের
প্রতীকী চিত্র Image Credit: Getty Image
| Updated on: Oct 22, 2024 | 2:31 PM
Share

নয়া দিল্লি: আকাশপথে ভ্রমণ সহজ করতে কেন্দ্রের বড় পদক্ষেপ। আরও ১০ বছর মেয়াদ বাড়ানো হল উড়ান প্রকল্পের। আকাশপথে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা এই স্কিমের মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন কেন্দ্রীয় অসামরিক উড়ান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু।

উড়ান প্রকল্পের ৮ বছর পূর্তি উপলক্ষেই নয়া দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সোমবার। সেখানেই কেন্দ্রীয় মন্ত্রী এই প্রকল্পের মেয়াদ আরও ১০ বছর বাড়ানোর কথা ঘোষণা করেন।  ২০১৬ সালের ২১ অক্টোবর এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। এর ট্যাগলাইন ছিল, “উড়ে দেশ কা আম  নাগরিক”, অর্থাৎ দেশের সাধারণ মানুষের জন্য আকাশপথে ভ্রমণের সুযোগ।

এই প্রকল্পের অধীনে বর্তমানে দেশে ৭১টি বিমানবন্দর, ১৩টি হেলিপোর্ট, ২টি ওয়াটার অ্যারোড্রোমে মোট ৬০১টি রুট চালু রয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন আঞ্চলিক ভ্রমণে সুবিধা হয়েছে, তেমনই কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে। ২.৮ লক্ষেরও বেশি ফ্লাইটে মোট ১.৪৪ কোটিরও বেশি যাত্রী ভ্রমণ করেছেন বিগত কয়েক বছরে।

পাশাপাশি এই প্রকল্পের অধীনে দেশে বিমানবন্দরের সংখ্যাও বেড়েছে। ২০১৪ সালে যেখানে  অপারেশনাল অর্থাৎ চালু বিমানবন্দরের সংখ্যা ছিল ৭৪, তা ২০২৪ সালে এসে ১৫৭-এ দাঁড়িয়েছে। ২০৪৭ সালের মধ্যে এই সংখ্যাটা ৩৫০ থেকে ৪০০ করার লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় সরকারের।