নয়া দিল্লি : ঋতুচক্রের জন্য কি মহিলা সরকারি কর্মচারীরা ছুটি পাবেন? সংসদের বাদল অধিবেশন চলাকালী শুক্রবার এই প্রশ্নটি উত্থাপিত হয়েছিল লোকসভায়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani) প্রশ্ন করা হয়েছিল ২০১৭ সালের মেনস্ট্রুয়েশন বেনেফিট বিলের অন্তর্গত এই ছুটির বিষয়টি কার্যকর করার বিষয়ে কোনও চিন্তাভাবনা করছে কি না। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ঋতুচক্রের জন্য সরকারি কর্মীদের ছুটি দেওয়ার কোনও প্রস্তাব এখন বিবেচনাধীন নয়।
প্রসঙ্গত, কংগ্রেসের লোকসভার সাংসদ নিনোং এরিঙ্গ মেনস্ট্রুয়েশন বেনেফিট বিল, ২০১৭ পেশ করেছিলেন। ওই বিলের আওতায় রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে নথিভুক্ত সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মহিলা কর্মীদের প্রতি মাসে দুই দিন করে ঋতুচক্রের জন্য ছুটি দেওয়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী, বছরে ২৪ টি ছুটি পাওয়ার কথা বলা হয়েছিল ওই বিলে।
তবে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়ে শুক্রবার লোকসভায় জানিয়ে দিয়েছেন, সেন্ট্রাল সিভিল সারভিসেস (লিভ) রুল, ১৯৭২ অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য এমন কোনও প্রভিশনের কথা উল্লেখ নেই। কিন্তু ঋতুচক্রের জন্য ছুটি নিয়ে আপাতত কেন্দ্রের কোনও চিন্তাভাবনা না থাকলেও মহিলা কর্মীদের সুবিধার জন্য আরও অন্যান্য ছুটির ব্যবস্থা রয়েছে। সেই কথাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।
স্মৃতি ইরানি বলেন, “মহিলা সরকারি কর্মীদের জন্য বিভিন্ন ধরনের ছুটির ব্যবস্থা রয়েছে। যেমন আর্নড লিভ, হাফ পে লিভ, এক্সট্রা অর্ডিনারি লিভ, চাইল্ড কেয়ার লিভ, কমিউট লিভ, মাতৃত্বকালীন ছুটি, লিভ অন মেডিক্যাল সার্টিফিকেট ইত্যাদি।” কেন্দ্রীয় মন্ত্রী লোকসভায় আরও জানান, সরকার ২০১১ সাল থেকে মহিলাদের ঋতুচক্র সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প এবং কর্মসূচি গ্রহণ করেছে। তবে আপাতত যে ঋতুচক্রকালীন ছুটির কোনও ব্যবস্থা করার কথা কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করছে না, সেই কথাটিও লোকসভায় জানিয়ে দিয়েছেন স্মৃতি ইরানি।