Tax Devolution Release: বর্ষশেষে ঝুলি ভরাতে বড় ‘উপহার’ কেন্দ্রের, ৫৪৮৮ কোটি টাকা পাচ্ছে বাংলা
West Bengal: বর্ষশেষের আগেই রাজ্য সরকারগুলিকে বড় উপহার দিল কেন্দ্র। ট্যাক্স ডেভোলিউশন বা কেন্দ্রের কর বাবদ আয় থেকে রাজ্যগুলিকে উন্নয়নের জন্য যে বরাদ্দ অর্থ দেওয়া হয়, তার আগাম কিস্তি দেওয়া হল। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারগুলিকে মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা দেওয়া হচ্ছে আগাম কিস্তি বাবদ।
নয়া দিল্লি: রাজ্যের জন্য দারুণ সুখবর। বছর শেষে বড় উপহার কেন্দ্রীয় সরকারের (Central Government)। রাজ্য সরকারকে ট্যাক্স ডেভোলিউশন (Tax Devolution) বা কর বাবদ আগাম কিস্তি দিল কেন্দ্রীয় সরকার। মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা দেওয়া হবে রাজ্য সরকারগুলিকে। প্রসঙ্গত, রাজ্যের সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নকাজের জন্য এই টাকা দেয় কেন্দ্র। সবথেকে বেশি বরাদ্দ রয়েছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) জন্য। এরপরেই রয়েছে বিহার (Bihar)। তারপরেই বাংলা। কেন্দ্রের কাছ থেকে পশ্চিমবঙ্গ (West Bengal) কত টাকা পাচ্ছেন জানেন?
বর্ষশেষের আগেই রাজ্য সরকারগুলিকে বড় উপহার দিল কেন্দ্র। ট্যাক্স ডেভোলিউশন বা কেন্দ্রের কর বাবদ আয় থেকে রাজ্যগুলিকে উন্নয়নের জন্য যে বরাদ্দ অর্থ দেওয়া হয়, তার আগাম কিস্তি দেওয়া হল। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়, রাজ্য সরকারগুলিকে মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা দেওয়া হচ্ছে আগাম কিস্তি বাবদ। ২০২৪ সালের ১০ জানুয়ারি এই টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের, কিন্তু উৎসবের মরশুমে তা আগেভাগেই দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর আগে গত ১১ ডিসেম্বর চলতি মাসের কিস্তি রাজ্য সরকারগুলিকে দিয়ে দেয় কেন্দ্র।
কেন্দ্রের এই আর্থিক সাহায্যের মধ্যে সবথেকে বেশি বরাদ্দ রয়েছে উত্তর প্রদেশ সরকারের জন্য। রাজ্যের উন্নয়নমূলক কাজের জন্য ১৩ হাজার ৮৮ কোটি ৫১ লক্ষ টাকা পাচ্ছে যোগী সরকার। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। মোট ৭৩৩৮ কোটি ৪৪ লক্ষ টাকা দেওয়া হচ্ছে নীতীশ কুমারের সরকারকে। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, ৫৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা পাবে বাংলা।
প্রসঙ্গত, প্রতি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার কর বাবদ যে আয় করে, তার ৪১ শতাংশই ১৪টি কিস্তিতে রাজ্য সরকারগুলিকে দেওয়া হয়। ২০২৩-২৪ সালের বাজেট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার মোট ১০.২১ লক্ষ কোটি টাকা দেবে রাজ্য সরকারগুলিকে।