কেন্দ্রীয় সূত্রে খবর, যাবতীয় পর্যালোচনার পর, দিন কয়েক আগেই কেন্দ্রের তরফে নাম পরিবর্তনের প্রস্তাবে শেষ সিলমোহর দেওয়া হয়। ১৪ অগস্ট নাম পরিবর্তন করা হয়।
এদিকে, এই নাম পরিবর্তনের পরই সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। এ দিন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ টুইট করে বলেন, “আজ থেকে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নতুন নাম পেল। বিশ্বখ্যাত নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নাম বদলে প্রাইম মিনিস্টারস মোমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি করা হল। মাননীয় মোদীর অনেক ভয় রয়েছে, নিরাপত্তাহীনতায় ভোগেন বিশেষ করে আমাদের প্রথম ও সবথেকে দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে। নেহেরু ও তাঁর উত্তরাধিকারীদের অপমান করার কোনও সুযোগ ছাড়েননি। এন সরিয়ে পি বসিয়ে দিয়েছেন। এই পি-এর অর্থ হল সংকীর্ণ মানসিকতা ও অবজ্ঞা।”