MEA responce to China: অরুণাচলে শাহি-সফরে চিনা আপত্তির যুক্তি নেই, সাফ জানাল ভারত

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 11, 2023 | 6:19 PM

China's objection to Amit Shah's Arunachal Visit: অমিত শাহর অরুণাচল সফর নিয়ে আপত্তি জানিয়েছিল চিন। মঙ্গলবার তার জবাব দিল ভারতীয় বিদেশ মন্ত্রক।

MEA responce to China: অরুণাচলে শাহি-সফরে চিনা আপত্তির যুক্তি নেই, সাফ জানাল ভারত
অরুণাচল প্রদেশে আইটিবিপির ঘাঁটিতে অমিত শাহ

Follow Us

নয়া দিল্লি: সম্প্রতি দুই দিনের সফরে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর এই সফর নিয়ে আপত্তি জানিয়েছিল চিন। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ‘চিনের সার্বভৌমত্বে আঘাত’। মঙ্গলবার (১১ এপ্রিল) চিনা মুখপাত্রের ওই মন্তব্য উড়িয়ে দিলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি বলেছেন, “আমরা চিনা সরকারি মুখপাত্রের করা মন্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। ভারতের অন্যান্য রাজ্যের মতোই ভারতীয় নেতারা অরুণাচলেও নিয়মিত সফর করেন। অরুণাচল প্রদেশ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এই ধরনের সফরে আপত্তি জানানোর কোনও যুক্তি নেই এবং এতে বাস্তব পরিস্থিতি বদলাবে না।”

সোমবারই (১০ এপ্রিল), অরুণাচল প্রদেশের চিন সীমান্তবর্তী গ্রাম কিবিথুতে ‘ভাইব্রেন্ট ভিলেজ’ প্রকল্পের সূচনা করেন অমিত শাহ। ওই সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২০১৪ সালের আগে পুরো উত্তর-পূর্বাঞ্চল উপদ্রুত এলাকা হিসেবে পরিচিত ছিল। কিন্তু গত ৯ বছরে, প্রধানমন্ত্রী মোদীর ‘লুক ইস্ট’ নীতির কারণে উত্তর-পূর্বকে ভারতও বর্তমানে ভারতের উন্নয়নে অবদান রাখছে। আমাদের আইটিবিপির জওয়ানরা এবং সেনাবাহিনী সীমান্তে দিনরাত তাদের কর্তব্য পালন করে চলেছে বলে, আজ পুরো দেশ তাদের ঘরে শান্তিতে ঘুমাতে পারে। আজ, আমরা গর্ব করে বলতে পারি যে, আমাদের দিকে খারাপ দৃষ্টি দেওয়ার ক্ষমতা কারও নেই। ভারতের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা কারও নেই। কেউ আমাদের এক ইঞ্চি জমিও নিতে পারবে না।” অমিত শাহর সেই মন্তব্যের সুর ধরেই এদিন, চিনের আপত্তি উড়িয়ে দিল ভারত।

অমিত শাহ-র এই সফর নিয়ে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, “জ়াংনান (অরুণাচলকে এই নামেই ডাকে চিন) চিনেরই অংশ। ভারতীয় কর্তাব্যক্তিদের জ়াংনান সফর, চিনের সার্বভৌমত্বকে লঙ্ঘন করছে। এই ধরনের পদক্ষেপ সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য সহায়ক নয়।” তার আগে, গত সপ্তাহেই অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি এলাকার চিনা নামকরণ করেছিল বেজিং। সেই নামকরণের প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে বলা হয়, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। নাম বদলে সেই অবস্থার কোনও পরিবর্তন করা যাবে না। উল্লেখ্য, এর আগেও দুই বার অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলের চিনা নাম দিয়েছিল বেজিং। তবে, এই প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ। এই নিয়ে বিতর্কের কোনও অবকাশই নেই।

Next Article