Tomato Flu : করোনা, মাঙ্কিপক্সের পর এখন নয়া আতঙ্ক টম্যাটো ফ্লু, রাজ্যগুলিকে সতর্ক করে নির্দেশিকা পাঠাল কেন্দ্র

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 24, 2022 | 7:44 AM

Tomato Flu : বাড়ছে টোম্যাটো ফ্লুনিয়ে উদ্বেগ। এর মাঝেই কেন্দ্রের তরফে রাজ্য়গুলিকে সতর্ক করা হল। রাজ্য়গুলিকে নির্দেশিকাও পাঠানো হয়েছে।

Tomato Flu : করোনা, মাঙ্কিপক্সের পর এখন নয়া আতঙ্ক টম্যাটো ফ্লু, রাজ্যগুলিকে সতর্ক করে নির্দেশিকা পাঠাল কেন্দ্র
গ্রাফিক্স : টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি : করোনা ভাইরাস ও মাঙ্কিপক্সের মধ্য়েই নয়া আতঙ্ক হিসেবে দেখা দিচ্ছে টোমাটো ফ্লু। ‘দ্য ল্যান্সেট রেসপিরেটরি জার্নালের’ একটি প্রতিবেদন অনুযায়ী এখনও পর্যন্ত ভারতে প্রায় ৮২ জন এই আক্রান্ত হয়েছেন। এবার ক্রমবর্ধমান এই উদ্বেগের মধ্য়েই কেন্দ্রের তরফে নির্দেশিকা পাঠানো হল দেশের সমস্ত রাজ্যে। টম্য়াটো ফ্লু নিয়ে সমস্ত রাজ্যকে সতর্ক করল কেন্দ্র।

কেন্দ্রের তরফে পাঠানো এই নির্দেশিকায় কিছু প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে :

  • কোনও আক্রান্ত ব্যক্তির সঙ্গে সংস্পর্শে আসা এড়িয়ে যান।
  • নিজের শিশুদের টম্যাটো ফ্লুয়ের লক্ষণ ও উপসর্গ এবং পাশ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে জানিয়ে রাখুন।
  • জ্বর হয়েছে এবং ব়্যাশ দেখা গিয়েছে এরকম শিশুদের আলিঙ্গন করতে বারণ করুন নিজের সন্তানকে।
  • আপনার সন্তানের কোনও উপসর্গ দেখা গেলে তাকে অন্য়ান্য শিশুদের থেকে তৎক্ষণাৎ আলাদা করুন।

এরকম একগুচ্ছ সতর্কতার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। প্রসঙ্গত, মূলত ১-১০ বছর বয়সের শিশুদের মধ্য়ে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ল্য়ান্সেট জার্নাল অনুসারে, গত ৬ মে কেরলের কোল্লামে ৫ বছরের কম বয়সী এক শিশুর দেহে প্রথম এই ভাইরাসের হদিশ মিলেছিল। তারপর থেকেই ক্রমশ এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। টম্যাটো ফ্লু হল বিরল ভাইরাস ঘটিত একটি রোগ। এই রোগে আক্রান্ত হলে গায়ে লাল রঙের ফুসকুড়ি বের হয়, জ্বর আসে, ত্বকে জ্বালা জ্বালা করে। ডিহাইড্রেশনও এই রোগের একটি উপসর্গ। তবে এই রোগে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ওষুধ নেই। এই রোগে কেউ আক্রান্ত হলে সেই শিশুকে আলাদা করে রাখা উচিত। কারণ এটি খুব সংক্রামক একটি রোগ। এখন আপাতত সংক্রমিতদের পাঁচ থেকে সাতদিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Next Article