নয়া দিল্লি: চলতি অর্থবর্ষে জাতীয় সড়ক (National Highways) নির্মাণে নতুন করে গতি আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। ২০২৩-২৪ অর্থবর্ষে সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফে ১২,৫০০ কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই কাজের জন্য ইনফ্রাস্ট্রাকচার ইনভেসমেন্ট ট্রাস্টের হাত ধরে ১০ হাজার কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন মন্ত্রকের সেক্রেটারি অলকা উপাধ্যায়।
যদিও সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক এখনও এ বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করেনি। প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবর্ষে সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের তরফে ১০ হাজার ২৩৭ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছিল। ২০২০-২১ অর্থবর্ষে ১৩ হাজার ৩২৭ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিল। ২০২১-২২ অর্থবর্ষে ১০ হাজার ৪৫৭ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছিল।
সূত্রের খবর, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দু-দফায় ১০ হাজার ২০০ কোটি টাকা তোলা হয়েছে ইনফ্রাস্ট্কচার ইনভেস্টমেন্ট ট্রাস্টের মধ্য দিয়ে। যা দিয়ে ৬৩৫ কিলোমিটার রাস্তা নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। চলতি অর্থবর্ষের শেষে আরও ১০ হাজার কোটি তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট (ইনভিআইটি) আদপে মিউচুয়াল ফান্ডের আদলে তৈরি একটি বিনিয়োগ ব্যবস্থা। এই ফান্ড সিস্টেমের হাত ধরেই দীর্ঘসময় ধরে বিনিয়োগ টেনে আসছে সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক।