বেঙ্গালুরু: তেলুগু দেশম পার্টি (TDP) প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তাল গোটা অন্ধ্রপ্রদেশ। বর্ষীয়ান নেতার গ্রেফতারির প্রতিবাদে সোমবার বেঙ্গালুরুতে বনধ পালিত হয়। রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশের রাজনৈতিক মহলেও চন্দ্রবাবুর গ্রেফতারির (Chandrababu Naidu) প্রভাব পড়েছে। প্রতিহিংসার জেরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এবার সমগ্র তেলুগু সম্প্রদায়কে একজোট হওয়ার ডাক দিলেন টিডিপি নেতা তথা চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ।
চন্দ্রবাবু নাইডুকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং চক্রান্ত করে জেল হেফাজতে পাঠানো হয়েছে অভিযোগ তুলে টুইটারে আবেঘন পোস্ট করেছেন নারা লোকেশ। ক্ষোভের সুরে জনগণের উদ্দেশে তাঁর প্রশ্ন, “আমার রাগ চরমে উঠেছে এবং আমার রক্ত টগবগ করে ফুটছে। রাজনৈতিক প্রতিহিংসার গভীরতার কি কোনও সীমা নেই? আমার বাবার মতো একজন মানুষ, যিনি তাঁর দেশ, রাজ্য এবং তেলুগু জনগণের জন্য এত কিছু করেছেন, তাঁকে কেন এমন অন্যায় সহ্য করতে হবে?” চন্দ্রবাবু নাইডু একজন যোদ্ধা এবং তাঁর সমর্থনে বিশ্বব্যাপী তেলুগু সম্প্রদায়কে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন নারা লোকেশ।
যদিও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিয়েছে অন্ধ্রের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের তরফে জানানো হয়। দলের তরফে বলা হয়, চন্দ্রবাবু নাইডু যখন গ্রেফতার হন, তখন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি লন্ডনে ছিলেন এবং নাইডুর গ্রেফতারিতে ওয়াইএসআর কংগ্রেসের সমর্থকরা কোনওরকম আনন্দ-উল্লাসে মাতেনি।
তবে বিজেপির শরিক জনসেনা পার্টির সভাপতি পবন কল্যাণের অভিযোগ,মুখ্যমন্ত্রী রেড্ডি রাজনৈতিক বিরোধীদের অপরাধী হিসেবে চিহ্নিত করে জেলে পাঠানোর চেষ্টা করছেন, কারণ তিনিও একবার জেলে ছিলেন। অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির সমালোচনা করেছেন। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করা হয়েছে। আমার বিষয়টা ভাল লাগেনি। কোনও প্রমাণ থাকলে তদন্ত করো, অসুবিধা নেই। কিন্তু প্রতিহিংসা থেকে এমন কিছু করো না, যাতে পরবর্তীকালে ব্যুমেরাং হয়ে যেতে পারে।”
স্কিল ডেভলপমেন্ট স্ক্যামে জড়িত থাকার অভিযোগে চন্দ্রবাবু নাইডুকে গত শনিবার গ্রেফতার করেছে সিআইডি। তারপর রবিবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় সিআইডি-র স্পেশাল আদালত। যদিও নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে বর্ষীয়ান নেতা হাইকোর্টে আবেদন জানাবেন বলে জানা গিয়েছে।