VIDEO: দেশি-বিলিতি কী চাই… রাস্তায় মদের হরির লুঠ! বাজারের ব্যাগে টপাটপ ঢুকল বোতল

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 24, 2024 | 7:06 AM

Viral Video: রাস্তার দু ধারের লোকজন তা দেখতে পেয়েই কুড়োনোর জন্য ছুট লাগান। রাস্তায় গাড়িঘোড়া কাটিয়েই সবাই মদের বোতল কুড়োতে ব্যস্ত। শুধু পুরুষরাই নয়, মহিলাদেরও দেখা গেল মদের বোতল কুড়োতে।

VIDEO: দেশি-বিলিতি কী চাই... রাস্তায় মদের হরির লুঠ! বাজারের ব্যাগে টপাটপ ঢুকল বোতল
মদের বোতল কুড়োতে হুড়োহুড়ি।
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: ঘিঞ্জি রাস্তা, তার মধ্যে দিয়েই একে-বেঁকে ছুটছিল টেম্পো। দ্রুতগতিতে বেরতে গিয়ে পিছন থেকে যে বোঝাই করা বাক্সগুলিই পড়ে যাচ্ছে, সে দিকে হুঁশ নেই চালকের। এদিকে, পথচলতি মানুষের তো সোনায় সোহাগা। রাস্তায় পড়ে আছে ‘খাজানা’। দেখা মাত্রই মাঝ রাস্তায় হুড়োহুড়ি পড়ে গেল মদের বোতল কুড়োতে গিয়ে। কেউ কেউ তো আবার গোটা পেটি বা বাক্সই তুলে নিয়ে চলে গেলেন!

মদ কুড়োতে গিয়ে পথচলতি মানুষের হুড়োহুড়ি, কাড়াকাড়ির দৃশ্য দেখা গিয়েছে উত্তর প্রদেশের আগ্রায়। এতমাদপুর এলাকায় একটি টেম্পো থেকে কয়েকটি বড় বাক্স পড়ে যায়। সেই বাক্সের মধ্যে ছিল মদের বোতল! কিছু বোতল ভেঙে গেলেও, অনেক মদের বোতলই আবার অক্ষত ছিল।

ব্যাস, রাস্তার দু ধারের লোকজন তা দেখতে পেয়েই কুড়োনোর জন্য ছুট লাগান। রাস্তায় গাড়িঘোড়া কাটিয়েই সবাই মদের বোতল কুড়োতে ব্যস্ত। শুধু পুরুষরাই নয়, মহিলাদেরও দেখা গেল মদের বোতল কুড়োতে। বাজার করতে বেরিয়ে, সেই ব্যাগেই ভর্তি করে নিয়ে গেলেন মদের বোতল। এমনকী এক মহিলাকে তো বোতল ছেড়ে, গোটা বাক্সটাই তুলে নিয়ে যেতে দেখা গেল।

Next Article
INDIA Alliance: ‘বঞ্চনার বাজেট’, আজ সংসদ তোলপাড় করবে ইন্ডিয়া জোট, বড় সিদ্ধান্ত ৪ মুখ্যমন্ত্রীর
‘সত্যমেব জয়তে’, রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বললেন শিক্ষামন্ত্রী, কেন?