কেদারনাথ: কুম্ভমেলার আয়োজন করে কার্যত চিকিৎসকদের নিশানায় পড়েছিল উত্তরাখণ্ড (Uttarakhand)। কেন এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে কুম্ভ মেলার অনুমতি দিলেন তিরথ সিং, উঠেছিল এই প্রশ্নটাই। ফলও গিয়েছিল খারাপের দিকে। কুম্ভ মেলার পর হু হু করে সংক্রমণ ছড়ায় গোটা উত্তরাখণ্ড জুড়ে। তাই পরিস্থিতি বুঝে চারধাম যাত্রা বাতিল করল উত্তরাখণ্ড সরকার। সে রাজ্যের মুখ্যমন্ত্রী তিরথ সিং জানিয়েছেন, শুধুমাত্র ৪ পুরোহিতই নিয়ম মেনে পুজো সারবেন। চারধাম যাত্রা এ বার হবে না।
যদিও গত বছরও প্রথমে চারধাম যাত্রা বাতিলের কথা বলে পরে অনুমতি দিয়েছিল উত্তরাখণ্ড সরকার। তবে এ বার কুম্ভ মেলায় যেভাবে সংক্রমণ ছড়িয়েছে, সেখান থেকে শিক্ষা নেবে তিরথ সিংয়ের সরকার। এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কুম্ভ মেলা চলাকালীনই হু হু করে বাড়তে শুরু করেছিল সংক্রমণ। পুণ্যার্থীরাই করোনা আক্রান্ত হচ্ছিলেন। তখন তড়িঘড়ি ‘প্রতীকী কুম্ভমেলা’ আয়োজনের আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্বামী অভদেশ্যানন্দ গিরির সঙ্গে ফোনে কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার মোকাবিলায় ‘প্রতীকী’ কুম্ভমেলা করার আর্জি জানিয়েছিলেন। মোদীর ফোনের পরই কুম্ভ মেলা থেকে পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল জুনা আখড়া। চলতি বছরের ১ এপ্রিল থেকে উত্তরাখণ্ডের হরিদ্বারে শুরু হয়েছিল কুম্ভ মেলা। কিন্তু তারপরই শাহি স্নানের জন্য ভিড় জমে হরিদ্বারের ঘাটগুলিতে। যা থেকে সুপারস্প্রেডার হয়ে ওঠে কোভিড।
আরও পড়ুন: ৪০ বছরের করোনা রোগীর জন্য ছাড়লেন হাসপাতালের বেড, আত্মত্যাগে অমর ৮৫-র বৃদ্ধ