ভিডিয়ো: খালি গায়ে, চাড্ডি পরে পা টিপে টিপে ঢুকছে চোর, ফের বাজারে চাড্ডি গ্যাং

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 11, 2023 | 7:59 PM

হায়দরাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে চাড্ডি গ্যাংয়ের সদস্যরা মূলত রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশ থেকে হায়দরাবাদে আসে। রাতের বেলা অস্ত্র হাতে দল বেঁধে ডাকাতির উদ্দেশ্যে বের হয় তারা।

ভিডিয়ো: খালি গায়ে, চাড্ডি পরে পা টিপে টিপে ঢুকছে চোর, ফের বাজারে চাড্ডি গ্যাং
চাড্ডি গ্যাংয়ের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে।
Image Credit source: twitter

Follow Us

হায়দরাবাদ: সাবধান হায়দরাবাদবাসী। ফের শহরে দেখা মিলেছে চাড্ডি গ্যাংয়ের। হায়দরাবাদের মিয়াপুর এবং কুকাটপল্লি এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চাড্ডিগ্যাংয়ের ছবি। ছুরি হাতে চাড্ডি গ্যাংয়ের সদস্যরা বাড়িতে ডাকাতি করতে ঢুকছে তাও দেখা গিয়েছে সিসিটিভির ফুটেজে। মিয়াপুরের একটি বাড়িতে ঢুকে সোনার গয়না চুরির অভিযোগ উঠেছে ওই গ্যাংয়ের বিরুদ্ধে। হায়দরাবাদ পুলিশ এই গ্যাং থেকে হায়দরাবাদবাসীকে সতর্ক থাকতে বলেছে। পাশাপাশি তাঁদের ধরার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন।

হায়দরাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে চাড্ডি গ্যাংয়ের সদস্যরা মূলত রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্য প্রদেশ থেকে হায়দরাবাদে আসে। রাতের বেলা অস্ত্র হাতে দল বেঁধে ডাকাতির উদ্দেশ্যে বের হয় তারা। তাদের গায়ে কোনও পোশাক থাকে না। কেবল বড় অন্তর্বাস পরে থাকে তারা এবং কাপড় দিয়ে ঢেকে রাখে মুখ। সে জন্যই এদের নাম চাড্ডি গ্যাং। রাতে বেরিয়ে তারা দেখে কোন বাড়িতে বাইরে থেকে তালা লাগানো রয়েছে। ফাকা বাড়ি পেলে তালা ভেঙে ঢুকে সব লুঠ করে নেয় এই গ্যাং। বাইরের রাজ্য থেকে এসে এই দলের লোকেরা দিনের বেলা শাড়ি-খেলনা বিক্রির মতো কাজ করে। রাতে ডাকাতি করতে বেরোয়। চাড্ডি গ্যাংয়ের সদস্যদের থেকে হায়দরাবাদবাসীতে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই গ্যাংয়ের সদস্যদের কথা বলার ধরন কিছুটা আলাদা হয়। এ সেদিকেও নজর রাখতে বলা হয়েছে শহরবাসীকে।

 

পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় এলাকাবাসীকে একজোট হয়ে গার্ড দেওয়ার কথা বলা হয়েছে। পুলিশ রাতে অতিরিক্ত টহলদারি চালাবে বলে জানানো হয়েছে। কেউ বাড়ি ছেড়ে বাইরে গেলে স্থানীয় থানায় জানিয়ে যেতেও অনুরোধ করা হয়েছে হায়দরাবাদ পুলিশের তরফে।

Next Article