Bomb Blast: টহলের সময় IED বিস্ফোরণ, আহত এক সিআরপিএফ অফিসার

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 14, 2023 | 2:41 PM

Chhattisgarh: বিজাপুর জেলার তারেম থানার অন্তর্গত পেগদাপল্লি গ্রামের কাছে এই ঘটনা ঘটে। শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ ঘটে বিস্ফোরণ।

Bomb Blast: টহলের সময় IED বিস্ফোরণ, আহত এক সিআরপিএফ অফিসার
প্রতীকী ছবি

Follow Us

বিজাপুর: ছত্তীসগঢ়ের বিভিন্ন এলাকায় এখনও মাওবাদী, নক্সালদের শিকড় ছড়িয়ে রয়েছে। সে জন্য সেখানকার কয়েকটি এলাকায় মোতায়েন থাকে কেন্দ্রীয় বাহিনী। তাঁরা ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা দেখভালের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজ করে। নিয়ম করে এলাকায় টহল দেওয়ার তাঁদের কাজের মধ্যে পড়ে। শনিবার সে রকমই নিয়মমাফিক টহল দিচ্ছিলেন সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স)-এর জওয়ানরা। ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় টহল দিচ্ছিলেন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা। সে সময়ই আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ ঘটে। এতেই আহত হন কয়েক জন। তবে এক জন অ্যাসিট্যান্ট সাব ইনস্পেক্টর গুরুতর আহত হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। পুলিশের অনুমান নক্সালরাই এই বিস্ফোরণ ঘটিয়েছেন। ওই এলাকায় আইইডি রেখে বিস্ফোরণ ঘটনো হয়েছে। এর পর ওই এলাকায় বাহিনীর নজরদারি আরও বেড়েছে।

বিজাপুর জেলার তারেম থানার অন্তর্গত পেগদাপল্লি গ্রামের কাছে এই ঘটনা ঘটে। শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ ঘটে বিস্ফোরণ। সিআরপিএফ-এর ১৫৩ তম ব্যাটেলিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। সে সময় প্রেসার অ্যাক্টিভেটেড আইইডি ফাটে। ওই ঘটনায় আহত হয়েছেন ওই অ্যাসিট্যান্ট সাব ইনস্পেক্টর। তাঁর নাম মহম্মদ আসলাম।

আহত অফিসারকে বাসাগুড়া ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে রায়পুরে নিয়ে যাওয়া হবে বলে সিআরপিএফ-এর তরফে জানানো হয়েছে।

Next Article