রায়পুর: উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর পর এবার পালা কালীপুজো, দিওয়ালি, ছটপুজোর। আর কালীপুজো, দিওয়ালি, ছটপুজো মানেই বাজির উৎসব। বাংলার পাশাপাশি ছত্তীশগঢ়, বিহার, ঝাড়খণ্ড-সহ গোটা দেশেই দিওয়ালি, ছটপুজো হয় এবং আতসবাজি চলে। তবে এবার সন্ধ্যা থেকে সারারাত বাজি ফাটানো চলবে না। বাজি ফাটানোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিল ছত্তীশগঢ় সরকার (Chhatisgarh Government)। এই বিষয়ে সরকারের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে।
ছত্তীশগঢ় সরকারের নির্দেশিকা অনুযায়ী, দিওয়ালি, ছটপুজো, গুরু পরব থেকে বড়দিন এবং ইংরেজি নববর্ষের দিন বাজি ফাটানোর নির্দিষ্ট সময় স্থির করে দিয়েছে ছত্তীশগঢ় সরকার। যেমন, দিওয়ালি, গুরু পরবে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। ছটপুজোয় সকাল ৬টা থেকে সকাল ৮টা এবং বড়দিন ও ইংরেজি নববর্ষে দুপুর ১১টা ৫৫ মিনিট থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বাজি ফাটানো যাবে।
বাজি ফাটানোর অনুমতি দিলেও শব্দবাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে ছত্তীশগঢ় সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনও দোকানে শব্দবাজি বিক্রি হলে সেই দোকানের লাইসেন্স বাতিল করা হবে বলেও সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কালীপুজো মানেই আলোর উৎসব, বাজির উৎসব। কালীপুজো, দিওয়ালি থেকে শুরু করে ছট পুজোর সময় পর্যন্ত দেশজুড়ে আতসবাজি ফাটানো হয়। যদিও সরকারের তরফে আতসবাজি ফাটানোর উপর বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। শব্দবাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া বায়ু দূষণ যাতে না হয়, সেজন্য অতিরিক্ত বাজি ফাটানোর উপরেও বিশেষ পদক্ষেপ করতে শুরু করেছে বিভিন্ন রাজ্যের সরকার।