গোমূত্র কেনার উদ্যোগ নিল এ রাজ্যের সরকার! প্রতি লিটারে দাম…

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 29, 2022 | 8:15 PM

‘গোধন ন্যায় যোজনা’-র মধ্যেই এই প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে গোমূত্র বিক্রি করা যাবে।

গোমূত্র কেনার উদ্যোগ নিল এ রাজ্যের সরকার! প্রতি লিটারে দাম...
প্রতীকী ছবি

Follow Us

রায়পুর: গোমূত্র বিক্রির জন্য নতুন প্রকল্প চালু করল ছত্তীসগঢ় সরকার। বৃহস্পতিবার এই অভিনব প্রকল্পের উদ্বোধন করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ‘গোধন ন্যায় যোজনা’-র মধ্যেই এই প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের অধীনে গোমূত্র বিক্রি করা যাবে। প্রতি লিটার চার টাকা দরে বিক্রি করা যাবে গোমূত্র। ছত্তীসগঢ়ের ‘হারেলি’ উৎসবের মুহূর্তে শুরু করা হল এই প্রকল্প। নিজের গোশালা থেকে পাঁচ লিটার গোমূত্র চাঁদখুরির নিধি সেল্ফ হেল্ফ গ্রুপকে বিক্রি করেছেন তিনি। পাঁচ লিটার গোমূত্র বিক্রি করে তিনি দাম পেয়েছেন ২০ টাকা। হারেলি উৎসব ছত্তীসগঢ়ের অন্যতম বড় উৎসব। বৃহস্পতিবার হারেলি তিহার কৃষি সম্মেলনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

গোধন ন্যায় যোজনা আগেই শুরু হয়েছিল ছত্তীসগঢ়ে। ২ বছর আগে শুরু হয়েছিল এই যোজনা। সেই যোজনায় গোবর বিক্রি শুরু হয়। গরু প্রতিপালকদের হাতে যাতে টাকা আসে সে জন্য়ই এই উদ্য়োগ নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল ছত্তীসগঢ় সরকারে তরফে। পাশাপাশি গোবর ও গোমূত্র ব্যবহার করে সার উৎপাদনের বিষয়টিতে নজর দিয়েছিল সে রাজ্যের সরকার। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে বলেও দাবি করেছিল সরকার।

রাসায়নিক সারের ব্যবহারের বিভিন্ন রকম পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই রাসায়নিক সারের বদলে জৈবিক সারের ব্যবহারে জোর দেওয়া হয়। এই গোবর ও গোমূত্র জৈবিক সার তৈরিতে কাজে লাগে। রাসায়নিক সারের থেকে অনেক কম দামে এই জৈবিক সার কিনতে পারেন কৃষকরা। সে জন্য বিভিন্ন সেল্ফ হেল্ফ গ্রুর গোমূত্র ও গোবর এই যোজনার অধীনে কিনবে প্রতিপালকদের থেকে।

এর পাশাপাশি সমাজে মহিলাদের গুরুত্ব এবং মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিয়েও একটি সচেতনতামূলক প্রচারের উদ্যোগ নিয়েছে। সে রাজ্যে নারী অধিকার রক্ষা কমিশনকে  এ ব্যাপারে উদ্যোগও নিয়েছে। ডকুমেন্টারি, ম্যাগাজিনের মাধ্য়মে এ ব্যাপারে প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

Next Article