Armed Force Jawan: কনস্টেবলের ছোড়া গুলিতে হেড কনস্টেবলের মৃত্যু, চাঞ্চল্য ছত্তীশগঢ়ে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 25, 2022 | 5:09 PM

ওই জওয়ান মোট ২০ রাউন্ড গুলি ছুড়েছিলেন। যার মধ্যে একটি গুলি হেড কনস্টেবল সুরেন্দ্র ভগতের লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে এই হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।

Armed Force Jawan: কনস্টেবলের ছোড়া গুলিতে হেড কনস্টেবলের মৃত্যু, চাঞ্চল্য ছত্তীশগঢ়ে
প্রতীকি ছবি।

Follow Us

রায়পুর: কনস্টেবলের ছোড়া গুলিতে হেড কনস্টেবলের মৃত্যু! ঘটনার পর অভিযুক্ত কনস্টেবল নিজেকেও ঘরবন্দি করে নেন। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তীশগঢ়ে কানকের জেলায়। ছত্তিশগড় সশস্ত্র বাহিনীরই এক কনস্টেবল তাঁর হেড কনস্টেবলকে ২০ রাউন্ড গুলি চালিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ। যদিও এই হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট নয়। তবে ছত্তীশগঢ় সশস্ত্র বাহিনীর অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতারও করেছে পুলিশ।

পুলিশ জানায়, মৃত হেড কনস্টেবলের নাম সুরেন্দ্র ভগত। ছত্তীশগঢ় সশস্ত্র বাহিনীর ১১ তম ব্যাটেলিয়নের সদস্য ছিলেন তিনি। ওই ব্যাটেলিয়নেরই কনস্টেবল পুরুষোত্তম সিং তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ। কানকেরের এসপি শলভ সিনহা বলেন, “ওই জওয়ান মোট ২০ রাউন্ড গুলি ছুড়েছিলেন। যার মধ্যে একটি গুলি হেড কনস্টেবল সুরেন্দ্র ভগতের লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে এই হত্যাকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়।” ঘটনার তদন্তে অভিযুক্ত কনস্টেবল পুরুষোত্তমকে জিজ্ঞাসাবাদ করছেন কানকরের ডিআইজি বালাজিরাও এসব এসপি শলভ সিনহা।

জানা গিয়েছে, গত ৫ ও ৮ ডিসেম্বর ভানুপ্রতাপপুর বিধানমসভা কেন্দ্রে উপ-নির্বাচন ছিল। গত ৮ ডিসেম্বর ভোট গণনা ছিল। তারপর ইভিএম মেশিনগুলি স্থানীয় এক সরকারি কলেজের স্ট্রং রুমে রাখা ছিল। সেখানেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ছত্তীশগঢ় সশস্ত্র বাহিনীর সদস্য় হেড সুরেন্দ্র ভগত ও কনস্টেবল সুরেন্দ্র ভগত। এদিন সকালে কোনও বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা থেকেই গুলি চলল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে এসপি সিনহা জানিয়েছেন।

Next Article