রায়পুর: ফিরে এল শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের স্মৃতি! বাসে প্রথম পরিচয়। তারপর ধীরে-ধীরে ওই বাসের কন্ডাক্টরের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ছত্তিশগড়ের কোরবা জেলার তরুণীর। তারপর সেই কন্ডাক্টর বন্ধুর সঙ্গে আর কথা বলতে না চাওয়ায় নৃশংসভাবে খুন হতে হল তরুণীকে। স্ক্রু ড্রাইভার দিয়ে ৫১ বার কুপিয়ে, মুখে বালিশ চাপা দিয়ে, গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হল তরুণীকে। তাঁর সেই কন্ডাক্টর বন্ধু-ই তরুণীকে খুন করেছেন বলে অভিযোগ।
কোরবার এসপি বিশ্বদীপক ত্রিপাঠী জানান, মৃত তরুণী কোরবা জেলার সাউথ-ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (SECL)-এর পাম্প হাউস কলোনির বাসিন্দা। ক্রিসমাসের আগের রাতে, গত ২৪ ডিসেম্বর ২০ বছর বয়সি ওই তরুণী ঘরে একাকী ছিলেন। সেই সময়ই বাস কন্ডাক্টর বন্ধু ওই তরুণীর বাড়িতে আসে এবং নৃশংসভাবে তাঁকে স্ক্রু ড্রাইভার দিয়ে ৫১ বার কুপিয়ে, মুখে বালিশ চাপা দিয়ে, গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। পরে তরুণীর দাদা বাড়ি ফিরে বোনের মুখে বালিশ দেওয়া রক্তাক্ত দেহ উদ্ধার করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের খোঁজ শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় বাস কন্ডাক্টর ওই যুবকের। সে যে বাসে কন্ডাক্টরি করত, সেই বাসে প্রতিদিন যাতায়াত করতেন তরুণী। ধীরে-ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর কাজের সূত্রে গুজরাটের আহমেদাবাদে চলে যায় ওই যুবক। তবে তরুণীর সঙ্গে তার ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। সম্প্রতি ওই যুবকের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তরুণী। তখন ওই যুবক তরুণীর পরিবারকে ফোন করে হুমকি দিত বলে অভিযোগ।
তবে ওই যুবক যে সত্যিই তরুণীকে খুন করবে, তা কল্পনা করেনি বলে জানিয়েছেন মৃতের বাবা। ক্রিসমাসের আগের রাতে বাড়ি ফিরে বোনের রক্তাক্ত দেহ দেখতে পান তরুণীর দাদা। এরপরই তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে এবং অভিযুক্ত যুবকের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন কোরবার পুলিশ সুপারিটেন্ডেন্ট বিশ্বদীপক ত্রিপাঠী।
প্রসঙ্গত, মাস খানেক আগে দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারকে নৃশংসভাবে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। শ্রদ্ধার সঙ্গে মতানৈক্য হওয়ায় প্রেমিক আমিন পুনাওয়ালা তাঁকে খুন করে দেহ ৩৫ টুকরো করেছিন। তারপর সেই দেহাংশ দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার পর জঙ্গলে ফেলে দেয় বলে অভিযোগ। এবার স্ক্রু ড্রাইভার দিয়ে তরুণীকে তাঁর প্রেমিকের ৫১ বার কুপিয়ে খুন করার ঘটনা সেই শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের স্মৃতি উস্কে দিল।