Chhattisgarh: ‘প্রি-ওয়েডিং ফটোশুটের প্রবণতা মেয়েদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক’

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

May 14, 2023 | 5:46 PM

Chhattisgarh Women's Commission: প্রি-ওয়েডিং ফটোশুট, অর্থাৎ, বিয়ের আগে হবু বর-বউয়ের ঘনিষ্ঠ ছবি ও ভিডিয়ো তোলার প্রবণতা মেয়েদের ভবিষ্যতের জন্য অত্যন্ত 'বিপজ্জনক' বলে মন্তব্য করলেন ছত্তীসগঢ় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ড. কীরণময়ী নায়ক।

Chhattisgarh: প্রি-ওয়েডিং ফটোশুটের প্রবণতা মেয়েদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক
প্রতীকী ছবি

Follow Us

রায়পুর: ভারতে বর্তমানে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে প্রি-ওয়েডিং ফটোশুট। অর্থাৎ, বিয়ের আগে হবু বর-বউয়ের ছবি ও ভিডিয়ো তোলা। তবে, এই প্রবণতা মেয়েদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করলেন ছত্তীসগঢ় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ড. কীরণময়ী নায়ক। শনিবার (১৩ মে) তিনি জানিয়েছেন, দিন দুয়েক আগে মহিলা কমিশনে একটি মামলার শুনানি ছিল। এই মামলার ক্ষেত্রে বর-বউয়ের প্রিওয়েডিং ফটোশুটের পর, বর পক্ষ থেকে বিয়ে ভেঙে দেওয়া হয়। এই মামলার প্রেক্ষিতেই ড. কীরণময়ী নায়ক বলেন, “প্রিওয়েডিং শুট মেয়েদের ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জন হতে পারে এবং এটা আমাদের সংস্কৃতিও নয়।”

ছত্তীসগঢ় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন জানান, এই মামলার ক্ষেত্রে বিয়ের আগেই কনে পক্ষ থেকে বেশ কিছু খরচ করা হয়েছিল। বিয়ে ভেঙে যাওয়ার পরও, সেই অর্থ ফেরত দেয়নি। তবে, মেয়েটি বেশি উদ্বিগ্ন ছিল, ছেলেটির সঙ্গে তাঁর তোলা ঘনিষ্ঠ ছবি ও ভিডিয়োগুলি নিয়ে। ড. কীরণময়ী নায়ক বলেন, “বিয়ে ভেঙে যাওয়ার পর, বর পক্ষ থেকে কনের পরিবারকে অর্থ ফেরত দিতে অস্বীকার করা হয়। বিয়ের প্রস্তুতি নিতে ওই অর্থ খরচ করেছিলেন তাঁরা। উপরন্ত, মেয়েটি ফটোগ্রাফগুলি নিয়েও উদ্বিগ্ন ছিল। কমিশনের হস্তক্ষেপে কনের পরিবারকে ওই অর্থ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সব ছবি ও ভিডিয়ো নিশ্চিতভাবে ডিলিট করা হয়েছে।”

তিনি আরও জানিয়েছেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ধরনের ঘটনা নিয়ে প্রায়শই রাজ্য মহিলা কমিশনে যোগাযোগ করেন বহু মেয়ের পরিবার। মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেছেন, “কমিশনে, আমরা এমন অনেক ঘটনা দেখেছিল। মনে হয় আমাদের সমাজে এই সংস্কৃতি (প্রিওয়েডিং ফটোশুট) নেই এবং মানুষ ভুল পথে যাচ্ছে। ভবিষ্যতে এর বিপজ্জনক পরিণতি হবে। এই কথা মাথায় রেখেই, আমি বলতে চাই যে, প্রি-ওয়েডিং ফটোশ্যুট মেয়েদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। এই ঘটনাটা দেখার পর আমার মনে হয়েছে, সমাজে একটা বার্তা দেওয়া দরকার। বিয়ের পর দম্পতিরা যত খুশি ছবি তুলুক, তাতে কোনও সমস্যা নেই। তবে, প্রিওয়েডিং ফটোশুট করলে ভবিষ্যতে যে কোনও মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে। তাছাড়া, অভিভাবকদের এই ধরনের কাজে তাদের সন্তানদের উৎসাহ দেওয়াও উচিত নয়।” এই ধরনের ঘটনা ঘটলে, মহিলাদের এবং তাদের পরিবারবর্গের অবিলম্বে কমিশনের সঙ্গে যোগাযোগ করা উচিত বলে জানিয়েছেন কীরণময়ী নায়ক।

Next Article