AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Premium on Chicken’s Neck: চিনের পর কুনজর বাংলাদেশেরও, মুরগির গলা মটকানো কি এতই সোজা?

Siliguri Corridor: গত সপ্তাহেই অসম পুলিশের এসটিএফ অসম, কেরল ও পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে ৮ জন এবিটি-র সদস্যকে গ্রেফতার করে। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয় মণিরুল শেখ, মহম্মদ আব্বাস আলি। জেরায় জানা যায়, আল কায়দার এই  শাখা সংগঠনের নিশানা ছিল চিকেনস নেক-ই।  গোপনে এরা রাজ্য়ে স্লিপার সেল সক্রিয় করছিল।

Premium on Chicken's Neck: চিনের পর কুনজর বাংলাদেশেরও, মুরগির গলা মটকানো কি এতই সোজা?
মুরগির গলাতে কুনজর কেন বাংলাদেশের?Image Credit: TV9 বাংলা
| Updated on: Dec 24, 2024 | 1:44 PM
Share

দোকানে কখনও মুরগি কাটতে দেখেছেন? একটা মোচড় দিলেই মটকে যায় মুরগির গলা। কেউ বা বঁটির এক কোপে মাথা আর ধড় আলাদা করে দেয় মুরগির। এবার সেই মুরগির গলার দিকেই কুনজর দিয়েছে বাংলাদেশ। চাইছে গলা মটকে দিতে। কিন্তু ওতই কি সোজা? চিন তো সেই কবে থেকে প্যাঁয়ত্যাড়া করছে, তারা পারল না তো বাংলাদেশ কোন ছাড়! তবে ওপার বাংলার এই ‘শূন্য বুলি’কে কিন্তু হালকাভাবে নিচ্ছে না সরকার। চিন্তা বাড়িয়েছে চলতি সপ্তাহেই রাজ্য থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ সংগঠন আনসার-আল-ইসলাম বাংলাদেশের বা আনসারুল্লা বাংলা টিমের ৮ জঙ্গি সদস্য। তার কারণ, এদের জেরা করে জানা গিয়েছে, তলে তলে স্লিপার সেল তৈরি করা হচ্ছিল। এদের লক্ষ্য ছিল এই ‘চিকেনস নেক’কে টার্গেট করা, সেখানে অস্থিরতা ছড়ানো। এই যে চিকেনস নেক নিয়ে এত আলোচনা, কী এই চিকেনস নেক? সত্যিই মুরগির গলা নাকি? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন