পাটনা: পাটনা: দলের মধ্যে তৈরি হয়েছে বিদ্রোহ আর তার জেরেই দলীয় প্রধানের পদ থেকে সরতে হল চিরাগ পাসোয়ানকে। লোক জনশক্তি পার্টির প্রেসিডেন্ট পদে ছিলেন রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ। সোমবারই ওই দলে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়েন পাঁচ সাংসদ। এরপর থেকেই চিরাগের সব দলীয় পদ চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আজ, জরুরি বৈঠকের পর তাঁকে দলের প্রেসিডেন্ট পদ থেকে সরানো হয়েছে বলে সূত্রের খবর।
বিক্ষুব্ধ নেতারাই জানিয়েছেন ‘ওয়ান ম্যান, ওয়ান পোস্ট’ পলিসির ভিত্তিতে সরানো হয়েছে। চিরাগ একাধারে ছিলেন এলজেপি-র সংসদীয় নেতা, সংসদীয় বোর্ড চেয়ারম্যান। সূরয ভানকে বর্তমানে দলীয় প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। পরে নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে। জানা যাচ্ছে, চলতি সপ্তাহের শেষে দলের দায়িত্ব পুরোপুরি ভাবে চিরাগের কাকা পশুপতি কুমার পরসের হাতে চলে যাবে। মনে করা হচ্ছে এ বার দলের মধ্যেই ভাগ হয়ে যেতে পারে। চিরাগের নেতৃত্বে এলজেপি বনাম এলজেপি দ্বন্দ্ব তৈরি হবে।
লোকসভায় চিরাগ পাসোয়ানের দল এলজেপির মোট ৬ জন সাংসদ। এর মধ্যে ৫ জনই দলের নেতা হিসেবে চান চিরাগের কাকা পশুপতি কুমার পরসকে। তাঁরা ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে তাঁদের ভিন্ন দল হিসেবে দেখতে আবেদন করেছেন। রামবিলাস পাসোয়ানের ছোট ভাইয়ের সঙ্গে চিরাগের আদায়-কাঁচকলায় সম্পর্ক। একই দলে থাকলেও কাকা-ভাইপোর মধ্যে কথাবার্তা কার্যত বন্ধ ছিল এতদিন। যা কথা হত সব চিঠির মাধ্যমে। সূত্র অনুযায়ী, তলে তলে ইতিমধ্যেই নীতীশ কুমারের সঙ্গে হাত মিলিয়েছেন পশুপতি, মন্ত্রীসভায় তাঁকে জায়গা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
এই জল্পনাকে আরও উসকে দিয়েছে পশুপতি পরসের মন্তব্য। খোদ তিনিই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর সমর্থন এনডিএ জোটে। এলজেপি পার্টিকে বাঁচাতেই ৫ সাংসদকে বুঝিয়ে চিড় সামলেছেন পশুপতি। এমনই দাবি তাঁর। গত বছর বিহার নির্বাচনের ঠিক আগে এনডিএ জোট থেকে বেরিয়ে এসে এককভাবে প্রার্থী দিয়েছিলেন চিরাগ পাসোয়ান। বছর ঘুরতে না ঘুরতেই তাঁর প্রতিশোধ নিল জেডিইউ। এমনটা মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন: প্রথম ভ্যাকসিন নিয়ে মৃত্যুর ঘটনা দেশে, সরকারি প্যানেলের চাঞ্চল্যকর রিপোর্ট