Chirag Paswan: ‘একনাথ শিন্ডেকে খোঁজা হচ্ছে…’, বিজেপি-জেডিইউকে খোঁচা চিরাগের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 04, 2022 | 12:32 PM

Chirag Paswan: সাংবাদিক বৈঠকে সাংসদ বলেন, "সবাই জানেন যে মিমের বিধায়করা দীর্ঘদিন ধরেই জেডি(ইউ)-র সঙ্গে যোগাযোগ করছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর দলের যোগ না দিয়ে তারা আরজেডিতে যোগ দিয়েছেন। এই গোটা কাণ্ডের পিছনেই হাত রয়েছে নীতীশ কুমারের।"

Chirag Paswan: একনাথ শিন্ডেকে খোঁজা হচ্ছে..., বিজেপি-জেডিইউকে খোঁচা চিরাগের

Follow Us

পটনা: জোটসঙ্গীদের নিয়ে ক্ষোভ বাড়িয়েছিল দলের অন্দরে বিরোধ। সেখান থেকে যেভাবে নাটকীয় ভঙ্গিতে বদল হয়েছে মহারাষ্ট্রের সরকার, বর্তমানে তাই-ই সকলের চর্চার বিষয়। মহা বিকাশ আগাড়ি সরকারের পতন এবং একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে বিজেপিরই যে হাত রয়েছে, তা এখন সকলের কাছেই স্পষ্ট। এবার সেই বিষয় নিয়েই কটাক্ষ করতে শুরু করল বিরোধী দলেরা। রবিবার প্রাক্তন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান বলেন, “জেডি(ইউ) ও তাদের জোটসঙ্গী বিজেপি তাদের নিজস্ব একনাথ শিন্ডের  খোঁজ করছে।”

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে তথা লোক জনশক্তি পার্টির প্রাক্তন প্রধান চিরাগ পাসওয়ান রবিবার বলেন যে, বিজেপি ও জেডি(ইউ) কেবল ক্ষমতার লোভে জোটে রয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে একদিকে যেমন বিজেপি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তেমনই আবার মুখ্য়মন্ত্রীও বিজেপির ক্ষমতা খর্ব করেছে মিমের বিধায়ককে ভাঙিয়ে নিজের দলে  টেনে নিয়েছেন।

সাংবাদিক বৈঠকে সাংসদ বলেন, “সবাই জানেন যে মিমের বিধায়করা দীর্ঘদিন ধরেই জেডি(ইউ)-র সঙ্গে যোগাযোগ করছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর দলের যোগ না দিয়ে তারা আরজেডিতে যোগ দিয়েছেন। এই গোটা কাণ্ডের পিছনেই হাত রয়েছে নীতীশ কুমারের। ওনার কারণে বর্তমানে রাজ্য়ে বিজেপির পর সবথেকে বড় দলে পরিণত হল আরজে়ডি। দুই দলই (বিজেপি ও জেডিইউ) ক্ষমতার জন্য জোটে রয়েছে। নিজেদের জোটসঙ্গীদেরই টেনে মাটিতে ফেলার চেষ্টা করছেন তারা। একনাথ শিন্ডের মতো একজনকে খুঁজছেন, যিনি এই কাজটি করে দিতে পারেন।”

উল্লেখ্য, গত বছর পারিবারিক বিবাদের জেরেই নিজের বাবার প্রতিষ্ঠিত দলেই কোণঠাসা হয়ে গিয়েছিলেন চিরাগ পাসওয়ান। কাকা পশুপতি কুমার পরস দলের অন্দরে যে বিদ্রোহ শুরু করেছিলেন, তার জেরে দলে ভাঙন ধরে। পশুপতি পরসকেই বিজেপি সমর্থন জানানোয় দলের অন্দরে কোণঠাসা হয়ে যান চিরাগ পাসওয়ান।

Next Article