CAA: বড় খবর, লোকসভা নির্বাচনের আগেই জারি হতে পারে CAA-র বিজ্ঞপ্তি

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 03, 2024 | 10:33 AM

Lok Sabha Election 2024: ২০১৯ সালে কেন্দ্রের তরফে নয়া নাগরিকত্ব ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাব আনা হয়। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়, ২০১৫ সালের আগে পড়শি দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত অ-মুসলিম অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে।

CAA: বড় খবর, লোকসভা নির্বাচনের আগেই জারি হতে পারে CAA-র বিজ্ঞপ্তি
কবে চালু হবে CAA?
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগেই দেশে চালু হবে সিএএ(CAA)? স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগেই জারি হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন (Citizenship Amendment Act) বা সিএএ-র বিজ্ঞপ্তি। সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি ঘোষণা হতে পারে। তৈরি করা হতে পারে সিএএ-র ধারা।

২০১৯ সালে কেন্দ্রের তরফে নয়া নাগরিকত্ব ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাব আনা হয়। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয়, ২০১৫ সালের আগে পড়শি দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত অ-মুসলিম অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে। এই বিল নিয়ে বিস্তর বিতর্ক-প্রতিবাদও হয়। শেষ অবধি সংসদে পাশও হয়ে যায় এই বিল। আইনে পরিণত হলেও, সিএএ-র ধারাগুলি এখনও তৈরি হয়নি। এবার সেই ধারা নিয়েই কাজ শুরু করছে কেন্দ্র।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে একাধিকবারই শোনা গিয়েছে যে দ্রুত সিএএ কার্যকর করা হবে। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক সূত্রেও জানা গেল, লোকসভা নির্বাচনের আগেই সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। লোকসভা নির্বাচনের আগেই নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা তৈরি হয়ে যেতে পারে।

সিএএ নিয়ে বরাবরই কেন্দ্রের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “নাগরিক না হলে সকলে রেশন সহ অন্যান্য পরিষেবা পাচ্ছেন কীভাবে? নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণির মধ্য়ে বিভাজন তৈরির চেষ্টা চলছে। এটা তো করা উচিত নয়।”

Next Article
Arvind Kejriwal Skips ED Summon: গ্রেফতারি পরোয়ানা জারি হবে কেজরীবালের নামে? ফের ইডির সমন এড়াতেই জল্পনা
Ram Mandir: লোকসভা ভোটের আগেই ৩০ লক্ষ কর্মীকে রাম মন্দির দর্শন করাবে বিজেপি