নয়া দিল্লি: বছরের শুরুতেই দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে ‘ডারউইনের বিবর্তন তত্ত্ব’ বাদ দেওয়া নিয়ে বিতর্ক হয়েছিল। ১৮০০-র বেশি বিজ্ঞানী এবং শিক্ষাবিদ খোলা চিঠি লিখে ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেইনিং বা এনসিইআরটি (NCERT)-র এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার, দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়ল পিরিওডিক টেবল, গণতন্ত্র এবং শক্তির উৎসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও। এনসিইআরটি-র প্রকাশিত সাম্প্রতিক পাঠ্যবইগুলিতে, দশম শ্রেণির ছাত্রছাত্রীরা এই বিষয়গুলি আর পাবে না। শিক্ষার্থীদের উপর থেকে পাঠ্যসূচি বোঝা কমানোর অংশ হিসেবেই এই বিষয়গুলির সম্পূর্ণ অধ্যায় বাদ দেওয়া হয়েছে। আগেই এনসিইআরটি জানিয়েছিল, কোভিড-১৯-এর কারণে, শিশুদের উপর পড়াশোনার বোঝা কমাতেই পাঠ্যসূচিতে এই যুক্তিসঙ্গত কাট-ছাঁট করা হচ্ছে।
কী কী অধ্যায় বাদ পড়ল?
বিজ্ঞান থেকে বাদ দেওয়া হয়েছে, পিরিওডিক ক্লাসিফিকেশন অব এলিমেন্টস, সোর্সেস অব এনার্জি এবং সাস্টেইনেবল ম্যানেজমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস – এই তিনটি অধ্যায়। আর, ডেমোক্রেটিক পলিটিক্স-১-এর পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে পপুলার স্ট্রাগলস অ্যান্ড মুভমেন্টস, পলিটিক্যাল পার্টিস এবং চ্যালেঞ্জেস অব ডেমোক্রেসি-র মতো অধ্যায়।
তাহলে কি এই বিষয়গুলি সম্পর্কে জানবে না শিক্ষার্থীরা?
দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে এই বিষয়গুলি বাদ দেওয়া হলেও, শিক্ষার্থীরা চাইলে এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে। যদি তাঁরা সংশ্লিষ্ট বিষয়গুলি একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়ার জন্য বাছাই করে, তবেই অবশ্য এই সুযোগ পাবে তারা। অর্থাৎ, যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে বিষয় হিসেবে রসায়ন বাছাই করবে, তারাই পিরিওডিক টেবল সম্পর্কে জানার সুযোগ পাবে।
কেন বাদ এই বিষয়গুলি?
কোভিড-১৯-এর কারণে, শিক্ষার্থীদের উপর পড়াশোনার বোঝা কমাতে চায় এনসিইআরটি। তারা জানিয়েছে, কঠিন এবং বর্তমান প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলি পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হচ্ছে। ভারতে দশম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলকভাবে সকলকে বিজ্ঞান পড়তে হয়। অর্থাৎ, সরকার মনে করছে যারা একাদশ-দ্বাদশ শ্রেণিতে রসায়ন পড়বে না, তাদের পিরিওডিক টেবল জানার দরকার নেই।
এনসিইআরটির বক্তব্য
পাঠ্যসূচি থেকে বিবর্তনবাদ বাদ পড়ার পর, তা নিয়ে বিতর্কের মুখে এনসিইআরটি জানিয়েছিল, ছাত্রছাত্রীদের পড়াশোনার বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জানিয়েছিল, কেউ পড়তে চাইলে ওয়েবসাইটেই ডারউইনের তত্ত্ব উপলব্ধ রয়েছে। দ্বাদশ শ্রেণিতে তাদের ফের ডারউইনের তত্ত্ব পড়তে হবে। তাই, বিষয়টি দুইবার পড়ার মানে হয় না।