মীরাট: একাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। স্কুল থেকে ওই নাবালিকা যখন বাড়ি ফিরছিল তখন তাঁকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। উত্তর প্রদেশের একটি গ্রামে ঘটেছে এই ঘটনা। মঙ্গলবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। অত্যাচারীদের হাত থেকে মুক্তি পাওয়ার পর নিজেই থানায় যায় ওই কিশোরী। তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। গণধর্ষণে অভিযুক্ত পাঁচ জনকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার স্কুলে গিয়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী। সেদিন বিকালে স্কুল থেকে ফিরছিল সে। সে সময় মোটরবাইকে করে এক অভিযুক্ত এসে তাকে লিফ্ট দেওয়ার কথা বলে। সেই যুবকের বাইকে উঠতেই নাবালিকাকে নির্জন একটি স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে আরও চার জন উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সেই পাঁচ জন মিলে ছাত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ।
যৌন নির্যাতনের পর অভিযুক্তরা রাস্তার উপর ছেড়ে পালায় নির্যাতিতাকে। এর পর থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানান নির্যাতিতা কিশোরী। তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ। নাবালিকাকে চিকিৎসার জন্য মীরাটে পাঠায়। সেখানেই তাঁর বয়ান নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ পেয়ে গণধর্ষণে অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক অফিসার।