নয়া দিল্লি: মেঘভাঙা বৃষ্টি (Cloudburst) ও ভূমিধসে (Landslide) বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রবিবার রাত থেকে চলা ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। যার মধ্যে কেবল সিমলায় (Shimla) শিবমন্দির ভেঙে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে প্রশাসনের আশঙ্কা। ঝুঁকি এড়াতে রাজ্যবাসীকে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Himachal Pradesh CM)। এমনকি পর্যটকদেরও বৃষ্টি-বিধ্বস্ত ও ধসপ্রবণ এলাকায় না যাওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নির্দেশে উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
হিমাচল প্রদেশের মতো বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত পড়শি রাজ্য উত্তরাখণ্ড। টানা বৃষ্টিতে ইতিমধ্যে উত্তরাখণ্ডের বহু রাস্তা, সেতু ভেসে গিয়েছে। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। চারধাম যাত্রাও স্থগিত করে দেওয়া হয়েছে। আপাতত ১৫ অগস্ট পর্যন্ত কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রা স্থগিত করে দিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন।
উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ ও শ্রীনগরে গঙ্গা, মন্দাকিনী ও অলকানন্দা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে নীচু এলাকাগুলি প্লাবিত হয়েছে। জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। যার ফলে ঋষিকেশ-দেবপ্রয়াগ-শ্রীনগর জাতীয় সড়কে যান চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রায় ১,১৬৯ বাড়ি এবং বিশাল পরিমাণ চাষজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, এই চরম পরিস্থিতি থেকে এখনই রেহাই নেই। আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দেরাদুন, নৈনিতাল-সহ উত্তরাখণ্ডের ৬টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। হিমাচল প্রদেশেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। ইতিমধ্যে হিমাচলের ২৭০টি দোকান, ২,৭২৭টি গোশালা, ১,৩৭৬টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীকে উদ্ধারকাজে হাত লাগানোর নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে এতজনের মৃত্যুর ঘটনাটি ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন তিনি।