দেরাদুন: মেঘ ভাঙা বৃষ্টি বললে এখনও স্মৃতিতে ফিরে আসে বছর কয়েক আগে উত্তরাখণ্ডের (Uttarakhand) সেই ভয়ঙ্কর প্রলয়। মাস কয়েক আগেও ভয়াবহ তুষারধসে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে সেই উত্তরাখণ্ডে। এবার সেই রাজ্যেই ফের আছড়ে পড়ল মেঘ ভাঙা বৃষ্টি। নিমেষেই তছনছ হয়ে গেল ঘর-বাড়ি, দোকানপাট। মঙ্গলবার উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে (Debprayag) সেই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলার দেবপ্রয়াগ মার্কেটের ওপর নেমে আচমকা নেমে আসে সেই বৃষ্টি। কিছুক্ষণের বৃষ্টিতে্ তছনছ হয়ে যায় এলাকার দোকান, বাড়ি। আইটিআই-এর একটি ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কার্যত কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির দাপটে ভেসে যায় এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের টিম। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু করা হয় বলে জানিয়েছেন ডিজিপি অশোক কুমার।
করোনা পরিস্থিতিতে রাজ্য জুড়ে কার্ফু জারি থাকায় বন্ধ ছিল দোকানগুলো। তার ফলেই ক্ষতি অনেকটা কম হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই তেহরি জেলার একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছিল। তবে দেবপ্রয়াগে এমন একটি বিপর্যয় ঘটবে, তা প্রত্যাশিত ছিল না। এক পুলিশ আধিকারিকা জানিয়েছেন, বিকেল ৫টা নাগাদ এই মেঘ ভাঙা বৃষ্টি নামে দেবপ্রয়াগে। জলের গতি ছিল অনেক বেশি। শহরের বাজার এলাকায় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ধেয়ে আসতে পারে একুশের প্রথম সাইক্লোন, পূর্বাভাস দিল মৌসম ভবন
এই ঘটনার পর ইতিমধ্যেই সাহায্যের আশ্বাস দিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং-এর সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মু্খ্যমন্ত্রীর কাছে সামগ্রিক পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন তিনি। অমিত শাহ জানিয়েছেন, সবরকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র। উল্লেখ্য, গত ৭ ফে্ব্রুয়ারি উত্তরাখণ্ডের চামোলিতে তুষারধসে মৃত্যু হয় বহু মানুষের। তপোবনে প্রায় ১৯০০ মিটার লম্বা সুড়ঙ্গ পথে আটকে যান বহু মানুষ। বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি। পরে সরকারি সুবিধার কথা মাথায় রেখে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।