State Mourning: মন্ত্রীর মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ওড়িশায়, শোকপ্রকাশ মোদী-মমতার

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 30, 2023 | 11:49 AM

মন্ত্রীর মৃত্যু থেকে তাঁর শেষকৃত্যের দিন পর্যন্ত- তিনদিনই রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

State Mourning: মন্ত্রীর মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ওড়িশায়, শোকপ্রকাশ মোদী-মমতার
ওড়িশার মন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুতে রাজ্যে রাষ্ট্রীয় শোক।

Follow Us

ভুবনেশ্বর: স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুতে রাজ্যে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নব কিশোর দাসের মৃত্যুর দিন অর্থাৎ ২৯ জানুয়ারি, রবিবার থেকে ৩১ জানুয়ারি, মঙ্গলবার পর্যন্ত ৩ দিন রাষ্ট্রীয় শোক পালিত হবে। এই তিনদিন রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। অন্যদিকে, ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, “ওড়িশা সরকারের মন্ত্রী নব কিশোর দাস-জির দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোকাহত। এই দুঃখজনক সময়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাঁর আত্মার শান্তি কামনা করি।” টুইটারের শেষে নব কিশোর দাসের আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী লিখেছেন, “ওম শান্তি।”

অন্যদিকে, ওড়িশার মন্ত্রী নব কিশোর দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, “আজ সকালে একটি ভয়ানক হামলার জেরে ওড়িশার মন্ত্রী নব কিশোর দাসের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর পরিবার ও অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁরা যেন এই কঠিন সময়ে শক্তি এবং শান্তি খুঁজে পেতে পারেন।”

রবিবার রাতে ভুবনেশ্বরে বেসরকারি হাসপাতালে ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসের মৃত্যু হয়। সোমবার সকালে তাঁর দেহ হাসপাতাল থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। দল এবং পরিবারের লোকজন তাঁকে শ্রদ্ধা জানাবেন। তারপর মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মন্ত্রীর মৃত্যু থেকে তাঁর শেষকৃত্যের দিন পর্যন্ত- তিনদিনই রাজ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মালব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নব কিশোর দাসের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন।

Next Article
Vande Bharat Express: দুর্ঘটনা এড়াতে বন্দে ভারতের রুটে ফেন্সিং শুরু, ভিডিয়ো পোস্ট রেলমন্ত্রীর
School Girl: প্রজাতন্ত্র দিবস পালনে স্কুলে যাচ্ছিল, নাবালিকা ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ