নয়াদিল্লি: এক-দুই কোটি টাকার নয়। একেবারে ৯০০ কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত। বিদেশে পাচারের আগে শুক্রবার নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) পশ্চিম দিল্লি থেকে ৮২ কেজি কোকেন উদ্ধার করে। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কোকেন বাজেয়াপ্তের ঘটনায় এনসিবি-র প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ড্রাগ ব়্যাকেটের বিরুদ্ধে এই নির্মম অভিযান চলবে বলে তিনি জানান।
ক্যুরিয়ার অফিসে হানা দিয়ে এই বিশাল পরিমাণ কোকেন বাজেয়াপ্ত করে এনসিবি। জানা গিয়েছে, এত কেজি কোকেন অস্ট্রেলিয়ায় পাঠানোর চেষ্টা হচ্ছিল। তার আগেই সেগুলি বাজেয়াপ্ত করেন এনসিবি-র আধিকারিকরা।
The back-to-back major breakthroughs against illegal drugs in a single day demonstrate the Modi government’s unwavering resolve to build a drug-free Bharat. The NCB today confiscated 82.53 kg of high-grade cocaine in New Delhi. The massive drug consignment worth approximately Rs…
— Amit Shah (@AmitShah) November 15, 2024
এদিনই আবার পোরবন্দর উপকূলে একটি ইরানের বোট থেকে ৭০০ কেজি ড্রাগ বাজেয়াপ্ত করা হয়। ভারতীয় নৌসেনা, এনসিবি এবং গুজরাট পুলিশের এটিসি যৌথভাবে এই অভিযান চালায়। ৮ জন ইরানের নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
একদিনে দিল্লি ও পোরবন্দরে দুই জায়গায় হানা দিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা এনসিবির প্রশংসা করেছেন অমিত শাহ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ড্রাগ মুক্ত ভারত গড়া নিয়ে অটল মোদী সরকার। ড্রাগ ব়্যাকেটের বিরুদ্ধে এই নির্মম অভিযান চলতে থাকবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর দক্ষিণ দিল্লিতে অভিযান চালিয়ে ৫৬০ কেজি কোকেন ও ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়। যার বাজারমূল্য ৫ হাজার ৬২০ কোটি টাকা। দিল্লিতে একসঙ্গে এত কোটি টাকার মাদকদ্রব্য আগে কখনও বাজেয়াপ্ত হয়নি।