নয়া দিল্লি: শহর কলকাতায় ভরা শীতেও ‘গরম’ লাগছে সাধারণ মানুষের। গত কয়েকদিন ধরে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেড়েছে এ রাজ্যে। আর অন্যদিকে উত্তর ভারতে চলছে শৈত্যপ্রবাহ। কোথাও কোথাও হু হু করে নামছে তাপমাত্রা। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। সোমবার সকালে ঘুম ভেঙে বরফ দেখতে পেলেন রাজস্থানের মাউন্ট আবুর বাসিন্দারা। এদিন টুইট করে মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, শুধু রাজস্থানেই নয়, শৈত্য প্রবাহ চলছে দিল্লি ও হরিয়ানার বেশ কিছু জায়গাতেও। উত্তর ভারতের সমতল এলাকা রাজস্থানের চুরুতে তাপমাত্রা নেমেছে শূন্য ডিগ্রিতে। গত কয়েকদিন ধরে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে রাজধানীর রাজপথ।
আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, পাঞ্জাবের বেশির ভাগ জায়গাতেই প্রবল ঠাণ্ডা অনুভূত হচ্ছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতেও একই অবস্থা। উত্তর প্রদেশের বেশ কয়েকটি জায়গাও এই শৈত্য প্রবাহের কোপে পড়েছে।
সোমবার সকালে উত্তরের বেশির ভাগ জায়গার বাসিন্দারাই কার্যত কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠেছেন। রাজস্থানের মাউন্ট আবুতে পথঘাট ঢেকে গিয়েছিল বরফে। ঘরের জানালা কিংবা গাড়ির মাথাতেও দেখা যায় বরফের স্তর। পাঞ্জাব ও হরিয়ানায় কুয়াশার কারণে পথ চলাই দায় হয়ে উঠেছিল। অমৃতসরে তাপমাত্রা নেমে যায় ৬.৫ ডিগ্রিতে।
মৌসম ভবনের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী তিনদিন এমনই শৈত্যপ্রবাহ দেখা যাবে রাজস্থানে। একই রকম আবহাওয়া দেখা যাবে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানাতেও। হিমাচল প্রদেশেও আগামী ২ দিন ধরে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লির পালামে এদিন তাপমাত্রা নেমেছিল ৬.৫ ডিগ্রি, সফদরজং-এ তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকেছিল হরিদ্বার, উত্তর প্রদেশের মোরাদাবাদ। চলতি সপ্তাহে এই কনকনে ঠাণ্ডা আর কুয়াশা থেকে নিস্তার নেই বলেই জানানো হয়েছে মৌসম ভবনের তরফে। অন্যদিকে, উত্তরে হাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়া এ রাজ্যে তাপমাত্রা বেড়ে গিয়েছে বেশ খানিকটা। তবে ২৮ ডিসেম্বর থেকে শীত আবার ফিরবে বলেই জানা গিয়েছে।