বেঙ্গালুরু: কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। কলেজের বাইরে থেকে ওই ছাত্রীকে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেল্লারি জেলায়। ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। এক অভিযুক্তকে গ্রেফতারও করেছে। যদিও বাকি তিন অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বি.কম পাঠক্রমের ছাত্রী। পুলিশে দায়ের করা অভিযোগে নির্যাতিতা যুবতী জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে এক জন তাঁর পরিচিত। তাঁর দাদা সে। কলেজে পরীক্ষা শেষ হলে ওই অভিযুক্ত যুবতীকে ডাকে। তার পর জোর করে তাঁকে একটি অটোয় তোলে। সেই অটো করে তাঁকে একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই আরও তিন জন ছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই যুবতী। সেখানে জোর করে তাঁকে বিয়ার খাওয়ানো হয়। মাদক মেশানো বিয়ার খেয়ে অচৈতন্য হয়ে পড়লে চার জন মিলে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩৬৩ নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।