Odisha: প্রতারণার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে, পুলিশকে নেতা বললেন,’আমায় তো বিয়ের কথাই জানায়নি কেউ…’

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 19, 2022 | 10:27 AM

Odisha: শুক্রবারই ওই বিধায়কের হবু স্ত্রী জগৎসিংপুর সদর থানায় বিজয় শঙ্কর দাসের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক চক্রান্ত, অশালীন আচরণ, হুমকি দেওয়ার অভিযোগ আনেন।  

Odisha: প্রতারণার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে, পুলিশকে নেতা বললেন,আমায় তো বিয়ের কথাই জানায়নি কেউ...
প্রতীকী ছবি

Follow Us

ভুবনেশ্বর: বিধায়কের বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে মামলা। অভিযোগ, প্রতারণা করেছেন তিনি। গ্রেফতার করতে পুলিশ হাজির হতেই আকাশ থেকে পড়লেন বিধায়ক। সমস্ত অভিযোগ শুনে একটাই উত্তর তাঁর, “আমাকে তো কেউ জানায়নি”। পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার বিজেডি বিধায়ক বিজয় শঙ্কর দাসের বিরুদ্ধে নিজের বিয়েতেই না যাওয়ার অভিযোগ দায়ের হয়। পরে ওই বিধায়কের বাড়িতে গেলে তিনি জানান, শুক্রবার তাঁর রেজিস্ট্রি বিয়ে হওয়ার কথা ছিল,  একথা তিনি নিজেই জানতেন না। ঘটনাটি ঘটেছে ওড়িশার জগৎসিংপুরে।

শুক্রবারই ওই বিধায়কের হবু স্ত্রী জগৎসিংপুর সদর থানায় বিজয় শঙ্কর দাসের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক চক্রান্ত, অশালীন আচরণ, হুমকি দেওয়ার অভিযোগ আনেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ১৯৫এ (ভুয়ো প্রমাণ দেওয়ার জন্য হুমকি দেওয়া), ২৯৪ (অশালীন আচরণ), ৫০৯ (মহিলাদের জন্য় অসম্মানজনক মন্তব্য, আচরণ), ৩৪১ , ১২০বি (অপরাধমূলক চক্রান্ত) ও ৩৪ সহ একাধিক ধারায় অভিযোগ করা হয়েছে।

জানা গিয়েছে, ৩০ দিন আগে ওই যুগল ম্যারেজ রেজিস্ট্রার অফিসে আবেদন জমা দিয়েছিলেন। আবেদন জমা দেওয়ার তিন মাসের মধ্যে বিয়ে ও রেজিস্ট্রি করাতে হয়। গত ১৭ মে তাদের বিয়ের দিন ছিল। শুক্রবার ওই যুবতী তাঁর পরিবারের সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রার অফিসে উপস্থিত হলেও, ওই বিধায়ক যাননি।  এরপরই তাঁর হবু স্ত্রী থানায় গিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেন।

শনিবার পুলিশ ওই বিধায়কের বাড়িতে উপস্থিত হলে তিনি অবাক হয়ে যান। তিনি জানান যে, বিয়ের রেজিস্ট্রি করার জন্য যে রেজিস্ট্রার অফিসে যেতে হবে, সে কথা কেউ তাঁকে জানায়নি। বিধায়ক বলেন, “আমি কখনওই বিয়ে করতে অস্বীকার করিনি। বিয়ের রেজিস্ট্রির জন্য হাতে আরও ৬০ দিন সময় রয়েছে। হবু স্ত্রী বা অন্য কেউ আমায় জানায়নি যে ম্য়ারেজ রেজিস্ট্রার অফিসে যেতে হবে। সেই কারণেই আমি যাইনি।”

Next Article