Dare to Dream Awards 2022: ‘সমস্ত বিজয়ীকে অভিনন্দন’, TV9 নেটওয়ার্ক ও SAP-কে ধন্যবাদ কেন্দ্রীয় মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 19, 2022 | 4:57 PM

Dare to Dream Awards 2022: বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ব্যবসায়িক ক্ষেত্রে সাহসিকতা দেখিয়ে দেশের অর্থনৈতিক অবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে যে সমস্ত সংস্থা, সেগুলিকেই পুরস্কৃত করেছে SAP ও TV9 নেটওয়ার্ক।

Dare to Dream Awards 2022: সমস্ত বিজয়ীকে অভিনন্দন, TV9 নেটওয়ার্ক ও SAP-কে ধন্যবাদ কেন্দ্রীয় মন্ত্রীর

Follow Us

মুম্বই: বর্তমানে বিশ্বজুড়ে অস্থির অবস্থা চলছে। অর্থনৈতিক ক্ষেত্রেও স্থিতি নেই। ভারতও এর ব্যতিক্রম নয়। তবে এই অস্থির পরিস্থিতিতেও বেশ কয়েকটি সংস্থা ভারতের ব্যবসাকে এগিয়ে নিয়ে চলেছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে দিশা দেখিয়েছে। শুধু তাই নয়, আগামী ২৫ বছর বিশ্বনেতা হিসাবে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে ভারতকে বিশেষ দিশা দেখিয়েছে। এরকমই বিশেষ বিশেষ সংস্থাগুলিকে পুরস্কৃত করল SAP ও TV9 নেটওয়ার্ক। যার নাম Dare To Dream Awards. 

মূলত, বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ব্যবসায়িক ক্ষেত্রে সাহসিকতা দেখিয়ে দেশের অর্থনৈতিক অবস্থাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে যে সমস্ত সংস্থা, সেগুলিকেই পুরস্কৃত করেছে SAP ও TV9 নেটওয়ার্ক। 

কেন্দ্রীয় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভানু প্রতাপ সিং বর্মা মুম্বইয়ের ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্তও। 

কেন্দ্রীয় মন্ত্রী সেখানে বলেন, “আমি আজ সমস্ত বিজয়ীকে অভিনন্দন জানাতে চাই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যোগ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্তদের পরিশ্রমকে স্বীকৃতি ও সম্মান জানানোর জন্য TV9 নেটওয়ার্ক এবং SAP-কে ধন্যবাদ জানাই। এই পুরস্কার শুধু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্তদের আত্মবিশ্বাসই বাড়াবে না, অন্যদেরও বড় স্বপ্ন দেখতে উৎসাহ জোগাবে।”

MSME সেক্টর দেশের অগ্রগতিতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, অনুষ্ঠানে তাও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। গোটা বিশ্বের সঙ্গে ভারতও যখন করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করছিল, তখনও কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিশেষ অবদান ছিল বলে মন্তব্য করেন তিনি। বলেন, “করোনা অতিমারি যখন চরম স্তরে পৌঁছেছিল, তখন ওই মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিশেষ সাহায্য করেছিল। যখন ঠিকমতো হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছিল না, তখন ক্ষুদ্র ও কুটির শিল্পের শ্রমিকেরা প্রচুর পরিমাণে স্যানিটাইজার এবং মাস্ক উৎপাদন করে এবং মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের নাগরিকদের বিশেষভাবে সাহায্য করে।” যদিও মহামারির প্রথমদিকে কিছু কুটির শিল্পের ব্যবসায়ী কর্মীদের ঠিকমতো বেতন দিতে পারছিলেন না। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ECLGS)-এর অধীনে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য ৩ লাখ কোটি প্যাকেজ ঘোষণা করেছিলেন। তাঁর সেই প্যাকেজ বিফলে যায়নি বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা।

Next Article