নয়া দিল্লি: ২০১৯ সালের ভরাডুবির পর একের পর এক ধাক্কা সামলাতে হয়েছে কংগ্রেসকে, কিন্তু কোনও ধাক্কাই হয়তো এত বড় ছিল না। শুক্রবার কংগ্রেস থেকে ইস্তফা দেন প্রবীণ নেতা গুলাম নবি আজ়াদ। এরপরই দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে শোরগোল। গুলাম নবি আজ়াদের ইস্তফা খুব একটা অবিশ্বাস্য না হলেও, হজম করতে কিছুটা সময় লেগেছিল কংগ্রেসের। সেই সময়ে প্রবীণ নেতার ইস্তফাকে সকলেই দুঃখজনক বললেও, বিকেল হতেই সুর বদলে যায় কংগ্রেসের। ইস্তফাপত্রে রীহুল গান্ধীর বিরুদ্ধে যে বোমা ফাটিয়েছেন গুলাম নবি, তার জবাবেই পাল্টা আক্রমণ শুরু করা হয়। ইস্তফার সময়ের সঙ্গে বিজেপি যোগের তত্ত্বও খাড়া করে কংগ্রেস।
শুক্রবার সকাল ১১ নাগাদ কংগ্রেসের প্রবীণ নেতা তথা জি-২৩র অন্যতম মুখ গুলাম নবি আজ়াদ জানান, তিনি কংগ্রেসের সঙ্গে ৫০ বছরের দীর্ঘ সম্পর্ক ছিন্ন করছেন। দলনেত্রী সনিয়া গান্ধীর কাছে তিনি ৫ পাতার ইস্তফা পত্র পাঠিয়েছেন। গুলাম নবি আজ়াদের ইস্তফার কথা শুনে প্রথমে অধিকাংশ নেতাই দুঃখ প্রকাশ করেন। এক নেতা বলেন, “যখন সমস্ত কংগ্রেস নেতারা মূল্যবৃদ্ধি নিয়ে রাস্তায় নামছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামছেন, সেই সময় গুলাম নবি আজ়াদের ইস্তফা অত্যন্ত দুঃখজনক। তবে এই বিষয় নিয়েও কোনও সংশয় নেই যে বিজেপির বিরুদ্ধে আক্রমণে সবথেকে বেশি সুর চড়ান রাহুল গান্ধীই।”
কিন্তু এক ঘণ্টা কাটতেই সুর বদল করে কংগ্রেস। সাংসদ তথা দলের জনসংযোগের দায়িত্বে থাকা জয়রাম রমেশ বলেন, “যে ব্যক্তিকে কংগ্রেসের নেতৃত্ব সবথেকে বেশি সম্মান দিয়েছে, সেই ব্যক্তিই কংগ্রেস নেতৃত্বকে ব্যক্তিগত আক্রমণ করে নিজের আসল চরিত্রের প্রমাণ দিয়েছেন। প্রথমে সংসদে মোদীর কান্না, তারপর পদ্মবিভূষণ, তারপর সংসদে মেয়াদ বৃদ্ধি… এগুলি কাকতলীয় নয়, সবই মিলিত সহযোগিতায় হয়েছে!”
মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগ্নিজয় সিংও গুলাম নবি আজ়াদকেই আক্রমণ করে বলেন, “যারা জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিতে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করেছে, তাদের সঙ্গে আপনার এখন ভাল সম্পর্ক হতেই পারে… চিঠিতে আপনি কংগ্রেস জোড়োর কথা বলেছেন, অথচ আপনি নিজেই কংগ্রেস তোড়োর কাজ করলেন।”
একইভাবে কংগ্রেসের মুখপাত্র পবন খেরাও বলেন, “পাঁচ পাতার ইস্তফাপত্রে উনি নিজের ক্ষমতা, অবস্থান নিয়েই দুই পাতা লিখেছেন। ওনার রাজ্যসভার মেয়াদ সবে শেষ হয়েছে, কিন্তু উনি কোনও বড় পদ ছাড়া থাকতেই পারছেন না।”
যদিও গতকালই গুলাম নবি আজ়াদ সাফ জানিয়ে দিয়েছিলেন, কংগ্রেস ছাড়লেও বিজেপিতে যোগ দেবেন না তিনি। বরং নিজের দল গঠন করবেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইস্তফা দিতেই গতকাল পরপর আটজন কংগ্রেস নেতা ইস্তফা দেন। আরও বেশ কয়েকজন নেতা ইস্তফা দিতে পারেন বলেই জল্পনা।