নয়া দিল্লি: ‘সুপ্রিম’ রায়ে স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মোদী পদবি নিয়ে মানহানি মামলায় (Defamation Case) কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিল সুরাট আদালত। দুই বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল। সেই সাজার উপরে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর শীর্ষ আদালতের এই রায়ের পরই রাহুল গান্ধীর খোয়ানো সাংসদ পদ ফেরাতে উঠে-পড়ে লেগেছে কংগ্রেস। ইতিমধ্যেই লোকসভার স্পিকারের কাছে রাহুলের সাংসদ পদ ফেরানোর আবেদন জানানো হয়েছে। আজ দিনভর লোকসভার সেক্রেটারিয়েটের দিকেই নজর থাকবে যে কংগ্রেসের আর্জি মেনে আজই রাহুলের সাংসদ পদ ফেরানো হয় কি না। অন্যদিকে, রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর নিয়ে সরকারের উপরে কীভাবে চাপ সৃষ্টি করা যায়, তার কৌশল সাজাতে সকালেই বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া (INDIA) জোটের প্রতিনিধিরা।
জানা গিয়েছে, কংগ্রেসের তরফে আজ দলের লোকসভার সাংসদদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় দলের সংসদীয় অফিসে এই বৈঠক হবে। মূলত রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর দাবি নিয়েই আলোচনা করবেন সাংসদরা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের সুরাট আদালতের রায়ের উপরে স্থগিতাদেশের রায়ের কপি লোকসভার সেক্রেটারিয়েটের কাছে জমা দেওয়া হয়েছে। কংগ্রেসের দাবি, শীর্ষ আদালতের নির্দেশ পড়তে ৩০ মিনিটেরও কম সময় লাগে। তাহলে কেন এখনও অবধি রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে না? আজ সকালের মধ্যে রাহুল গান্ধী সদস্যপদ না ফেরালে সংসদে তুমুল হট্টগোল করবেন কংগ্রেস সাংসদরা।
উল্লেখ্য, শুক্রবারই সুপ্রিম কোর্টের অর্ডারের কপি লোকসভা সেক্রেটারিয়াটে পৌঁছে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। স্পিকারের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন তিনি, কিন্তু দেখা করতে পারেননি। এমনকী, দেখা হয়নি লোকসভার সেক্রেটারির সঙ্গেও।
অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়াও আজ বৈঠকে বসছে রাহুল গান্ধীর ইস্যু নিয়েই। সূত্রের খবর, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের অফিসেই সকাল ১০টায় বৈঠকে বসবেন ইন্ডিয়া জোটের সাংসদরা। রাহুলের সাংসদ পদ ফেরানোর দাবি ছাড়াও, দিল্লি অধ্যাদেশ বিলের বিরোধিতা ও মণিপুর ইস্যু নিয়েও আলোচনা করা হবে।