কলকাতা: লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। বন্ধ হয়ে পড়েছে একের পর এক কলকারখানা। বাংলার একাধিক জুট মিলেও তালা ঝুলেছে। এই অবস্থায় হাওড়ার আরতি জুট মিল (Arati Jute Mill) পুনরায় খোলার দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani) চিঠি দিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সেই চিঠিতে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি বাংলার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন। এরপর বিঁধেছেন রাজ্যে সরকারকেও।
কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী স্মৃতি ইরানিকে দেওয়া চিঠিতে বহরমপুরের সাংসদ লিখেছেন, আরতি কটন মিল ন্যাশনাল টেক্সটাইলসের অধীনে একটা কাপড় তৈরির ফ্যাক্টরি। সারা ভারতে এমন ২৩টি ফ্যাক্টরি থাকলেও পশ্চিমবঙ্গে এখনও মাত্র ১টি আছে। তামিলনাড়ু, কেরল ও মহারাষ্ট্রে কেন্দ্রীয় সরকার পরপর জুট মিল খুলছে, কাজ শুরু হচ্ছে, কর্মীদের বকেয়া পাওনাও মেটানো হয়েছে। কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে তেমনটা হয়নি। তাই এখানকার কর্মীদের কথা মাথায় রেখে দ্রুত যাতে সেই জুট মিল খোলা যায় সেই আবেদনই এই চিঠির মাধ্যমে করেছেন অধীর।
Congress leader Adhir Ranjan Chowdhury writes to Union Minister for Textiles Smriti Irani to “reopen Arati jute mill in Howrah, West Bengal as immediately as possible”; says, “workers of the mill are undergoing poverty and penury due to the lockdown.” pic.twitter.com/nPqSYkdVI9
— ANI (@ANI) December 27, 2020
আরও পড়ুন: ‘আমি সারদাতেও নেই, নারদাতেও নেই, তোলাবাজ তো তুমি’, শুভেন্দুকে জবাব অভিষেকের
এই চিঠি পাঠানোর বিষয়ে অধীর এদিন বলেন, “যে বাংলাকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পাখির চোখ করে সকাল-সন্ধ্যা রবীন্দ্রনাথ, বিবেকানন্দের স্তুতি করছেন, সেই বিজেপি সরকারই বাংলার কলকারখানা কেন বন্ধ করে রেখেছে? আসল কাজের বেলা বাংলার প্রতি উদাসীন কেন্দ্র।” অন্যদিকে রাজ্য সরকারের প্রতি ক্ষোভের সুরে তিনি বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী দুয়ারে দুয়ারে পৌঁছনোর কথা বললেও নবান্ন থেকে ১০ মিনিটের রাস্তা আরতি কটন মিল অবধি পৌঁছতে পারছেন না”।
আরও পড়ুন: মোদীর ‘মনের কথা’ শুনে থালা বাজালেন কৃষকরা