নয়া দিল্লি: ১৭ ডিসেম্বর নয়, ইন্ডিয়া (INDIA) জোটের বৈঠক হবে আগামী ১৯ ডিসেম্বর, মঙ্গলবার। ইন্ডিয়া জোটের তরফে রবিবার এই বৈঠকের দিন ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)। এটা ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক বলে জানিয়েছেন তিনি। তবে ১৭ তারিখ কেন বৈঠক হবে না, তা তিনি স্পষ্ট করেননি।
ইন্ডিয়া জোটের বৈঠকের দিন ঘোষণা করে টুইট করেছেন জয়রাম রমেশ। টুইটারে কংগ্রেসের সাধারণ সম্পাদক লিখেছেন, “ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হবে আগামী মঙ্গলবার, ১৯ ডিসেম্বর। দিল্লিতে দুপুর ৩টের সময় এই বৈঠক বসবে।”
ইন্ডিয়া জোটের এই বৈঠকে আসন ভাগাভাগি নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর। সম্প্রতি ৪ রাজ্যের বিধানসভা ভোটে বিপর্যয়ের পর কংগ্রেস আসন-রফা নিয়ে অনেকটাই নমনীয় হয়েছে বলেও মনে করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের এক প্রবীণ নেতা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ঝাঁঝ বাড়াতে এই বৈঠকে জোটের থিম ‘আমি নয়, আমরা’ করার উদ্যোগ নিয়েছে দল।
INDIA की पार्टियों के नेताओं की चौथी बैठक मंगलवार 19 दिसंबर 2023 को नई दिल्ली में दोपहर 3 बजे से होगी।
The 4th meeting of the leaders of INDIA parties will be held on Tuesday December 19th, 2023 in New Delhi at 3pm.
जुड़ेगा भारत
जीतेगा INDIA!— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 10, 2023
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর চার রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়। দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, ভোটের ফলাফল। ৩ রাজ্যে ভরাডুবির সংকেত পেতেই তড়িঘড়ি ইন্ডিয়া জোটের বৈঠক ডাকে কংগ্রেস। গত ৬ ডিসেম্বর বৈঠক ডাকা হয়। কিন্তু, কারও সঙ্গে কোনও আলোচনা না করে কংগ্রেস এককভাবে বৈঠকের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে শরিক দলগুলি। নানান ইস্যু দেখিয়ে ওই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান জেডিইউ প্রধান নীতীশ কুমার, এসপি প্রধান অখিলেশ যাদব, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার-সহ অন্যরা। রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য বৈঠকে যোগ দিতে পারবেন না বলে জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। আবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকের খবর দেওয়া হয়নি বলেও জানান তিনি। পরিস্থিতি বুঝে সেদিনের বৈঠক স্থগিত করে দেয় কংগ্রেস। এরপর আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব বৈঠকের পরবর্তী দিন ১৭ ডিসেম্বর ঘোষণা করেন। জোট শরিকদের সঙ্গে আলোচনা করেই বৈঠকের দিন স্থির হয়েছে বলে জানান তিনি। কিন্তু, সেই দিনও কেন বদল করা হল তা স্পষ্ট করেননি জয়রাম রমেশ।