গুয়াহাটি: কামাক্ষ্যা মন্দিরে পুজো দিয়ে, চা-শ্রমিকদের সঙ্গে ঝুমুর নাচে অংশ নিয়েই সোমবার থেকে অসমে নির্বাচনী প্রচার শুরু করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। নির্বাচনের দিন ঘোষণা হতেই বিজেপি(BJP)-র সঙ্গে পাল্লা দিয়ে জোরকদমে প্রচার শুরু করেছে কংগ্রেস(Congress)-ও। দু’দিনের অসম সফরে গিয়েই পুজো ও ঝুমুর নাচের মধ্যে দিয়ে মনজয় তথা ভোটজয়ের কাজ শুরু করলেন প্রিয়ঙ্কা গান্ধী।
সোমবার সকালে গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে বিহু নাচের মধ্যে দিয়ে স্বাগত জানানো হয়। সেখান থেকে তিনি সরাসরি পৌঁছে যান কামাক্ষ্যা মন্দিরে। নিজেই সেই ছবি পোস্ট করে লেখেন, “আজ মা কামাক্ষ্যাকে দেখার সৌভাগ্য হল। দেশবাসীর মঙ্গলকামনা করে প্রার্থনা করেছি আমি।” একইসঙ্গে সংস্কৃতের কিছু শ্লোকও উল্লেখ করেন তিনি।
कामाख्ये वरदे देवि नीलपर्वतवासिनि।
त्वं देवि जगतां मातर्योनिमुद्रे नमोऽस्तु तेIIঅসম আৰু অসমীয়াৰ কুশল কামনা কৰি মা কামাখ্যাৰ শ্রীচৰণত সেৱা আগবঢ়ালো
आज मां कामाख्या के दर्शन का सौभाग्य मिला। मां कामाख्या से समस्त देशवासियों के कल्याण के लिए प्रार्थना की। pic.twitter.com/jkWgu7JpLs
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 1, 2021
সেখান থেকে তিনি লখিমপুরে যান। চা-শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই স্থানীয় কিশোরীদের সঙ্গে ঝুমুর নাচে অংশ নেন প্রিয়ঙ্কা। তাঁদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, পা মেলান নাচে।
Smt. @priyankagandhi participates in ‘Jhumur’ dance alongside sisters & brothers of the tea tribes in Lakhimpur, Assam.#PriyankaGandhiWithAssam pic.twitter.com/5xMycbiIYz
— Congress (@INCIndia) March 1, 2021
সেখানে বেকারত্ব নিয়ে একটি প্রতিবাদ কর্মসূচির সূচনাও করেন তিনি। সভামঞ্চ থেকেই প্রিয়ঙ্কা গান্ধী জানান, আজ থেকে রাজ্যজুড়ে প্রতিটি সরকারি অফিসের সামনে প্রতিবাদ প্রদর্শন করা হবে। তাঁদের পাশে দাঁড়াবে অসমের কংগ্রেস দল। একইসঙ্গে ডাক দিলেন বিজেপিকে বিদায় করে রাজ্যে পরিবর্তনের।
Smt. @priyankagandhi launches a statewide unemployment protest from Lakhimpur, Assam.
Protests will be held across the state with demonstrations in front of govt. employment offices.
Congress party stands with the youth of Assam & of India.#PriyankaGandhiWithAssam pic.twitter.com/yejCxQZerg
— Congress (@INCIndia) March 1, 2021
আরও পড়ুন: সরকারি পদ পেলেন পিকে, আহ্বান ক্যাপ্টেনের
শুক্রবার নির্বাচনের দিনঘোষণা করে মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল অরোরা জানান, অসমে তিনদফায় নির্বাচন হবে। প্রথম দফায় ২৭ মার্চ ভোট গ্রহণ হবে ১২টি জেলায়। এরপর দ্বিতীয় দফায় ১৩টি জেলায় ১ এপ্রিল নির্বাচন হবে। ৬ এপ্রিল শেষদফায় ১২টি জেলায় নির্বাচন হবে। ভোট গণনা হবে ২ মে।
এদিকে, নির্বাচনমুখী একাধিক রাজ্যে প্রচারে অভিনবত্ব রাখার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। এদিন একদিকে যেমন অসমে প্রিয়ঙ্কা ঝুমুর নাচে অংশ নিয়েছেন, অন্যদিকে তামিলনাড়ুতে গিয়ে নির্বাচনী প্রচারে ডন-বৈঠক করে শারীরিক শক্তির প্রমাণ দিয়েছেন রাহুল গান্ধী। এর আগে কেরলেও মৎস্যজীবীদের সঙ্গে আলাপচারিতায় মাঝসমুদ্রে পৌঁছে জলে ঝাপ দিয়েছিলেন রাহুল গান্ধী। নিমেষেই ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। উত্তর প্রদেশে গিয়েও প্রিয়ঙ্কা গান্ধী নৌকা চালিয়ে নজর কেড়েছিলেন সকলের।
আরও পড়ুন: নির্বাচনের আগেই রাজ্যে উর্ধ্বমুখী সংক্রমণ, সামাল দিতে মেয়াদ বাড়ল ‘লকডাউন’ বিধির