নয়া দিল্লি: সাংসদ পদ ফিরতেই আবার সংসদে পা রাখলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মানহানি মামলায় (Defamation Case) সুরাট আদালতের রায়ের পরদিনই সাংসদ পদ খুইয়েছিলেন রাহুল গান্ধী। সেই সাজায় সুপ্রিম কোর্টের (Supreme Court) স্থগিতাদেশের ৪৮ ঘণ্টা পর অবশেষে খোয়ানো সাংসদ পদ (MP Post) ফিরে পেলেন রাহুল। সোমবার লোকসভার সেক্রেটারিয়েটের তরফে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর কথা জানানো হয়। এরপরই আজ সংসদে এলেন রাহুল গান্ধী। অন্যদিকে, কংগ্রেসের তরফে রাহুলের সাংসদ পদ ফেরানোকে ‘ঘৃণার বিরুদ্ধে ভালবাসার জয়’ বলেই উল্লেখ করা হয়। মল্লিকার্জুন খাড়্গে, অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের সদস্যরা মিষ্টিমুখ করে রাহুলের সাংসদ পদ ফেরার উদযাপন করেন।
শুক্রবার সুপ্রিম কোর্ট সুরাট আদালতের সাজার রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়ার পরই রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর আর্জি জানিয়েছিল কংগ্রেস। লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেন অধীর রঞ্জন চৌধুরী। সেক্রেটারিয়েটের কাছে সুপ্রিম কোর্টের রায়ের কপি জমা দেওয়া হয়। এরপরই আজ অধিবেশন শুরুর আগে লোকসভার সেক্রেটারিয়েটের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর কথা জানানো হয়। আজ থেকেই সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাহুল, এমনটাই জানানো হয়।
#WATCH | Congress MP Rahul Gandhi pays tributes to Mahatma Gandhi at the Parliament House.
Lok Sabha Secretariat restored Rahul Gandhi’s Lok Sabha membership today after Supreme Court stayed his conviction in the ‘Modi’ surname remark case. pic.twitter.com/jU9bWXG6UL
— ANI (@ANI) August 7, 2023
#WATCH | Congress MP Rahul Gandhi arrives at the Parliament.
Lok Sabha Secretariat today restored his Lok Sabha membership after Supreme Court stayed his conviction in the ‘Modi’ surname remark case. pic.twitter.com/fuYd3b2PeD
— ANI (@ANI) August 7, 2023
এই নির্দেশের পরই আজ সংসদে আসেন রাহুল গান্ধী। তিনি প্রথমেই সংসদের গান্ধীমূর্তির সামনে গিয়ে প্রণাম করেন। এরপরে তিনি সংসদের ভিতরে প্রবেশ করেন। চলতি বাদল অধিবেশনে এই প্রথমবার লোকসভার অধিবেশনে যোগ দেবেন রাহুল। সূত্রের খবর, আগামিকাল সংসদের লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সেই আলোচনার সূচনা বক্তব্য রাখতে পারেন রাহুল গান্ধী।
#WATCH | I.N.D.I.A alliance leaders celebrate following restoration of Lok Sabha membership of Congress leader Rahul Gandhi.
(Source: AICC) pic.twitter.com/vaVwBcreYM
— ANI (@ANI) August 7, 2023
অন্য়দিকে, মল্লিকার্জুন খাড়্গের অফিসেও উদযাপনে মেতে উঠতে দেখা যায় ইন্ডিয়া জোটের সাংসদদের। অধীর চৌধুরীকে দেখা যায় দলনেতা খাড়্গের মিষ্টিমুখ করাতে। মল্লিকার্জুন খাড়্গেও অধীরের পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন সহ একাধিক বিরোধী দলনেতাকে মিষ্টি খাওয়ান।
প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মানহানি মামলা দায়ের করা হয়েছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে। ওই মামলায় চলতি বছরের মার্চ মাসে রাহুলকে দোষী সাব্যস্ত করে সুরাট আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করেই প্রথমে গুজরাট হাইকোর্ট ও পরে শীর্ষ আদালতের দ্বারস্থ হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।