নয়া দিল্লি: আগে দেখা গিয়েছিল ট্রাকের কেবিনে বসে চালকের সঙ্গে গল্প করতে, এবার দেখা গেল বাইক সারাই করার মেকানিকের ভূমিকায়। ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) দিয়ে যে জনসংযোগের কাজে নেমেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi), মঙ্গলবার তারই রেশ ধরে মেকানিকদের সঙ্গে গল্প করতে করতে বাইক সারাইয়ের কাজে হাত লাগালেন রাহুল গান্ধী। মঙ্গলবার দিল্লির করোল বাগে একটি সাইকেল ও বাইক সারানোর দোকানেই হঠাৎ দেখা যায় কংগ্রেস নেতা তথা সাংসদ পদ থেকে বরখাস্ত হওয়া রাহুল গান্ধীকে। দোকানে মাটিতে বসেই তিনি কর্মীদের সঙ্গে কথা বলেন এবং বাইক সারানোর কাজেও হাত লাগান।
ভারত জোড়ো যাত্রায় সাফল্য মেলার পর থেকেই জনসংযোগে জোর দিয়েছেন রাহুল গান্ধী। এর আগেও তাঁকে দিল্লির বিভিন্ন মার্কেটে দেখা গিয়েছিল তাঁকে। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ তিনি হাজির হন দিল্লির করোল বাগে। সেখানে তাঁকে দেখেই উচ্ছাসে ফেটে পড়েন উপস্থিত সকলে। কয়েকজন দোকানির সঙ্গে কথা বলার পরই তিনি একটি বাইক সারানোর দোকানে ঢুকে পড়েন। সেখানের কর্মীদের সঙ্গে কথা বলেন, নিত্যদিন কী কী সমস্যার সম্মুখীন হতে হয় তাদের, তা নিয়ে কথা বলেন। এরপরই তাঁকে হাতে স্ক্রু ড্রাইভার তুলে নিয়ে বাইকের কল-কবজা নাড়াচাড়া করতে দেখা যায়।
यही हाथ हिंदुस्तान बनाते हैं
इन कपड़ों पर लगी कालिख
हमारी ख़ुद्दारी और शान है
ऐसे हाथों को हौसला देने का काम
एक जननायक ही करता है
? दिल्ली के करोल बाग में बाइक मैकेनिक्स के साथ श्री @RahulGandhi
‘भारत जोड़ो यात्रा’ जारी है… pic.twitter.com/0CeoHKxOan
— Congress (@INCIndia) June 27, 2023
ফেসবুকে সেই ছবি শেয়ার করে রাহুল গান্ধী লেখেন, “যারা রেঞ্চ ঘোরান এবং ভারতকে সচল রাখেন, তাদের কাছ থেকে শিখছি।” কংগ্রেসের তরফেও ছবি শেয়ার করে বলা হয়, “এই হাতই হিন্দুস্তান তৈরি করে, কাপড়ে লেগে থাকা এই কালির দাগ দেশের গর্ব, এই হাতকে উদ্বুদ্ধ করার কাজ একজন জননায়কই করে। ভারত জোড়ো যাত্রা জারি রয়েছে।”
উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগে রমজানের সময়ও রাহুল গান্ধী দিল্লির দুই মার্কেটে ঘুরেছিলেন এবং ফুচকা থেকে ‘মহব্বত কা শরবত’ খেয়েছিলেন।