বার্লিন: জি-২০ সম্মেলনের (G-20 Summit) আগেই দেশের নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জি-২০ সম্মেলনের নৈশভোজে রাষ্ট্রপতির পাঠানো আমন্ত্রণপত্রে “প্রেসিডেন্ট অব ইন্ডিয়া”র বদলে “প্রেসিডেন্ট অব ভারত” বলে উল্লেখ করা হয়েছে। তা নিয়েই বিতর্ক। জল্পনা শুরু হয়েছে, দেশের নাম “ইন্ডিয়া” (India) বদলে “ভারত” (Bharat) রাখা হতে পারে। সংসদের যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, সেখানে এই প্রস্তাব পেশ করা হতে পারে। এই বিতর্ক নিয়েই এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি দাবি করেন, এটা সরকারের বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।
বিদেশ সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ দিন জার্মানির ব্রাসেলসের প্রেস ক্লাবে তিনি বলেন, “ভারত-ইন্ডিয়া নামের বিতর্ক আসলে সরকারের আতঙ্কের প্রতিক্রিয়া। এটা সরকারের ভয়কেই প্রকাশ করছে। আমি সংবিধানে দেশের নাম নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট- ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এই নিয়ে আমার কোনও সমস্যা নেই। আমার মনে হচ্ছে, এটা আতঙ্কের প্রতিক্রিয়া। সরকারের মনে ভয় তৈরি হয়েছে। নজর ঘোরানোর চেষ্টা এটা।”
তিনি আরও বলেন, “আমরা বিরোধী জোটের জন্য ইন্ডিয়া নামটি ভেবেছি। এটা অসাধারণ চিন্তাধারা। আমরা কারা, তা তুলে ধরে এই নাম। আমরা নিজেদের ভারতের কণ্ঠ বলে মনে করি। তাই এই নাম সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এতে প্রধানমন্ত্রী খুবই অস্বস্তিতে পড়েছেন, যে কারণে তিনি দেশের নাম বদলাতে চাইছেন। এটা সম্পূর্ণ অযৌক্তিক। কিন্তু এটাই সত্যি।”
আদানি ইস্যু নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, “যখনই বিরোধীরা আদানি ও ক্ষমতালোভী পুঁজিবাদ নিয়ে সুর চড়ায়, তখনই প্রধানমন্ত্রী মোদী নতুন নতুন বিভাজনের কৌশল নিয়ে আসেন। আমি আদানিকে নিয়ে সাংবাদিক বৈঠক করার পরই গোটা বিভাজনের চেষ্টা শুরু হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং।”