হায়দরাবাদ: বিরোধী জোটে সামিল হতে রাজি নয় কংগ্রেস(Congress), সাফ জানিয়ে দিলেন দলের নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ‘বিজেপির বি টিমে’ পরিণত হয়েছে বিআরএস(BRS), রবিবার এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরাসরি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও(K Chandrashekhar Rao)-কে আক্রমণ করে তিনি বলেন, “কেসিআরের রিমোট কন্ট্রোল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রয়েছে। রাজ্য়ের শাসক দল বিজেপির বি টিমে পরিণত হয়েছে। দলের নতুন নামকরণ হয়েছে বিআরএস, এর অর্থ হল বিজেপি রিস্তেদার সমিতি।”
সরাসরি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর ও তাঁর দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে রাহুল গান্ধী বলেন, “আমি বিরোধী দলের নেতাদের জানিয়ে দিয়েছি যে কংগ্রেস কোনও ব্লকে যোগ দেবে না যেখানে বিআরএস যুক্ত থাকবে”। খাম্মামের জনসভা থেকে তিনি আরও বলেন, “বিআরএস হল বিজেপি রিস্তেদার সমিতি। কেসিআর ভাবেন ওঁ রাজা আর তেলঙ্গানা তাঁর রাজত্ব।”
তিনি আরও বলেন, “সংসদে কংগ্রেস বরাবর বিজেপির বিরুদ্ধেই দাঁড়িয়েছে। কিন্তু কেসিআরের দল বরাবর বিজেপির বি টিম হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের রিমোট কন্ট্রোল নিয়ে ঘুরে বেড়ান।”
কর্নাটকে কংগ্রেসের জয়ের প্রসঙ্গ টেনে রাহুল বলেন, “কর্নাটকে কংগ্রেস একটা দুর্নীতিগ্রস্ত ও গরিব-বিরোধী সরকারের বিরুদ্ধে লড়াই করেছে এবং গরিব মানুষ, ওবিসি, সংখ্যালঘু ও নিপীড়িত মানুষদের সমর্থন পেয়ে জয়ী হয়েছে। একই ঘটনা এবার তেলঙ্গানাতেও হতে চলেছে। একদিকে রাজ্যের ধনী ও ক্ষমতাবান লোকজনেরা থাকবে, অন্যদিকে গরিব, আদিবাসী, সংখ্যালঘু, কৃষক ও ছোট ছোট দোকানদাররা থাকবে। কর্নাটকে যা হয়েছে, তার পুনরাবৃত্তি হবে তেলঙ্গানাতেও”।
দলীয় কর্মীদের ‘বব্বর শের’ ও দলের মেরুদণ্ড বলে উল্লেখ করে রাহুল বলেন, “আপনারা যদি সমর্থন করেন, তবে কর্নাটকের মতো তেলঙ্গানাতেও আমরা বিআরএসকে হারাতে পারব।”